হকার ইউনিয়ন ও পুলিশের মধ্যে মান্থলি সিস্টেম? নির্দিষ্ট পুলিশকর্মীদেরই দায়ী করলেন ফিরহাদ

ফুটপাতের জায়গাজনিত সমস্যায় আদতে বেশ কিছু পুলিশ কর্মীই ভেতরে ভেতরে জট পাকিয়ে রেখেছেন বলে মনে করেন কলকাতার মেয়র।

ফুটপাতে অগুন্তি হকার বসার জন্য পথ চলার জায়গা পান না পথচারীরা। কলকাতার এই সমস্যা দীর্ঘ কয়েক দশক ধরে চলমান। বছরের পর বছর কেটে গেলেও এই সমস্যা নিবারণে কোনও পদক্ষেপ নিতে পারেনি পুরসভা। এই অসুবিধা সম্পর্কে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

হাতিবাগানের হকার সমস্যা নিয়ে ববি হাকিমের বক্তব্য, ‘স্থানীয় থানার মদত ছাড়া হকাররা এভাবে ফুটপাতে বসতে পারে না। আমার কাছে প্রমাণ না থাকলেও আমি শুনেছি যে কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশের একটি মান্থলি সিস্টেম আছে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে।’ এবিষয়ে মূল সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘যদি কোনও বড় দুর্ঘটনা ঘটে যায়, তখন আমরা সবাই বিপদে পড়ব।’

Latest Videos

ফুটপাতের হকার সমস্যা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একটি চিঠি পাঠিয়েছেন মেয়র। হকার সংগঠনের সঙ্গে আঞ্চলিক পুলিশকর্মীদের জড়িত থাকা প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি না, উপর তলার কোনও পুলিশ আধিকারিক এর সঙ্গে জড়িত আছেন। তবে নিচু তলার অফিসাররা এটা করছেন।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীরা এসে আমাকে ডেপুটেশন দিচ্ছে। বলছে, আমরা ট্রেড লাইসেন্সের জন্য টাকা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমাদের দোকানের সামনের জায়গা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা ব্যবসা করব কী করে?’

যদিও ফুটপাতের বিক্রেতাদের প্রতি মেয়রের সহানুভূতি দেখা গেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমিও হকারের পক্ষে। আমরাও হকার আন্দোলন করেছি।’ এবিষয়ে নিয়ম করা প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, ‘সব কিছুর একটা সিস্টেম আছে। ফুটপাতের এক-তৃতীয়াংশ জায়গায় হকার বসবে। দুই-তৃতীয়াংশ জায়গা খালি থাকবে। আমি যেখানে ইচ্ছে হকার বসিয়ে দেব, এটা হতে পারে না। পুলিশকে কড়া হতে হবে। এটার জন্যই বিনিত গোয়েলকে আমি চিঠি দিয়েছি।’

এই সমস্যা মেটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম নিয়েছেন মেয়র। শাসক দলের ‘ক্ষমতা’ প্রসঙ্গে তাঁর হতাশা, ‘আমার কাছে ঢাল নেই, তরোয়াল নেই। আমি নিধিরাম সর্দার। আদালতে আমাদের প্রভাবশালী তকমা দেওয়া হয়ে থাকে। তবে আমরা এমনই প্রভাবশালী যে পুলিশকে বললে কথা শুনছে না।’

আরও পড়ুন-
রাজ্য জুড়ে মেঘলা আকাশের সাথে তাপমাত্রার ব্যাপক ওঠানামা, আজ কোন জেলায় কত নামল পারদ?
জেলের মধ্যে সুপারিনটেনডেন্টকে দিয়ে পদসেবা, আপ নেতা সত্যেন্দ্র জৈনের কাণ্ড দেখে তীব্র কটাক্ষ বিজেপির
নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন মুখ্যমন্ত্রীর, সৌজন্য বিনিময়ে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul