রাজ্য জুড়ে মেঘলা আকাশের সাথে তাপমাত্রার ব্যাপক ওঠানামা, আজ কোন জেলায় কত নামল পারদ?

বাংলায় হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। বেলা বাড়লে কাঠফাটা রোদ, রাত বাড়লেই ধরছে কাঁপুনি। 

সন্ধে থেকে ভোর অবদি রোজই অনুভূত হচ্ছে হিমেল বাতাসের তেজ। হু হু ঢুকছে উত্তুরে হাওয়া। কিন্তু, বেলা বাড়লে প্রায় রোজই দেখা যাচ্ছে কাঠফাটা রোদ্দুর। তাপমাত্রার খামখেয়ালি পেরিয়ে জাঁকিয়ে শীত কবে আসবে, তা জানতে হাপিত্যেশ করে আছে বাঙালি। কিন্তু, আবহাওয়া দফতর কী বলছে?

মৌসম ভবনের রিপোর্ট বলছে আজও অধিকাংশ জেলাতেই স্বাভাবিকের চেয়ে নিচে রয়েছে তাপমাত্রা। বেশিরভাগ জেলাতেই আজ আকাশ থাকবে মেঘলা। তবে, মোটামুটি সমস্ত জেলাতেই আজ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অন্যান্য দিনের তুলনায় শনিবার বেশ কম রয়েছে।

Latest Videos

১৯ নভেম্বর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে সামান্য বেড়ে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য গতকালের চেয়ে কম, প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আকাশ আজ অংশত মেঘলা থাকবে।

শৈলশহর দার্জিলিঙে গত কয়েকদিনের তুলনায় আজ বেড়ে গেল তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে কালিম্পঙে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। শনিবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজও উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর, জলপাইগুড়িতে পাওয়া যাবে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ।

বাঁকুড়া এবং বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিনে আকাশ হালকা মেঘলা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও আজ আকাশে ভালোই মেঘ দেখা যাবে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং সর্বোচ্চ হতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এই মাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আরও পড়ুন-
জেলের মধ্যে সুপারিনটেনডেন্টকে দিয়ে পদসেবা, আপ নেতা সত্যেন্দ্র জৈনের কাণ্ড দেখে তীব্র কটাক্ষ বিজেপির
নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন মুখ্যমন্ত্রীর, সৌজন্য বিনিময়ে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্র এবং রাজ্যের মাঝে আমি হব রামধনু সেতু: বঙ্গের দায়িত্ব পেয়েই আশ্বাস নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের

Share this article
click me!

Latest Videos

তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech