
Today Weather News: সপ্তাহের শুরুতেই আকাশের মুখভার। বেলা যত গড়াবে ততই বাড়বে ঝড়বৃষ্টি। সোমবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (west Bengal Weather Update)। আগামী ৩/৪ দিনে তাপমাত্রা অনেকটাই কমবে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার রাজ্যজুড়ে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আপাতত কয়েকদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে।
কেমন থাকবে আজকের আবহাওয়া? (Today Weather News):-
সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলী,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই ছয় জেলাতে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে (North Bengal Weather News) রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবারেও দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।
সমুদ্র উত্তাল থাকবে। উপকূলের সমুদ্রে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরও জানা গিয়েছে, সোমবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ৩/৪ দিনে তাপমাত্রা অনেকটাই কমবে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা।
অন্যদিকে, সোমবার, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। ৭০ কিলোমিটার বেগে ঝড় আসতে পারে। বুধবার পর্যন্ত প্রায় সব জেলায় বজ্রপাত (Thunderstorm) অব্যাহত থাকবে। সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রপাত সহ বৃষ্টির (Rain with thunder) সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) প্রায় ৩৪ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি থাকবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।