শোনা যাচ্ছে, ডিসেম্বর মাস থেকে হাজার হাজার উপভোক্তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। মূলত বয়সসীমা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকার কারণেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে চালু করেছেন একাধিক ভাতা ও প্রকল্প। যার দ্বারা প্রতিমাসে মেলে আর্থিক সাহায্য। এই রাজ্যের সমস্ত স্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ও ভাতা এনেছে সরকার।
25
প্রতি মাসে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প। এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। ১০০০ থেকে ১৫০০ টাকা মতো ঢোকে অ্যাকাউন্টে।
35
রাজ্যে চালু থাকা ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার। মাসে মাসে সাধারণ জাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে ১০০০ টাকা। তেমনই তপশিলি জাতির মহিলারা পেয়ে থাকেন ১২০০ টাকা করে। এবার এই ভাতা নিয়ে এল খারাপ খবর। ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট। জেনে নিন কেন।
শোনা যাচ্ছে, যাদের বয়স ২৫-র কম বা ৬০-র বেশি, এমন মহিলারা যদি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে থাকেন তাহলে আর তারা এই ভাতা পাবেন না। এই বয়সসীমারে মধ্যে যারা নেই তাদের অ্যাকাউন্ট বাদ যাবে। তেমনই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তাদের অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
55
এদিকে শোনা যাচ্ছে, শীঘ্রই বাড়বে ভাতা। এবার থেকে সাধারণ জাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা। তেমনই তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা করে। এমনই খবর সর্বত্র। তবে, আপাতত এই নিয়ে নিশ্চিত কোনও খবর মেলেনি। শোনা যাচ্ছে, শীঘ্রই বাড়বে ভাতা।