হোটেলের ব্যবসার আড়ালে চলত শিশু পাচার-যৌন নির্যাতন, ৪ অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

Published : Aug 01, 2025, 09:59 PM IST
court order

সংক্ষিপ্ত

Crime News: হোটেলে ডেকে শিশু পাচার ও যৌন নির্যাতনের অভিযোগ। অভিযুক্তদের কড়া সাজা শোনাল আদালত। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Crime News: ডোমজুড়ে হোটেল থেকে শিশু পাচার ও যৌন বাণিজ্যের ঘটনায় চার দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড। নির্যাতিতাদের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা আদালতের। জানা গিয়েছে, ২০১৮ সালে ডুমডুম থানার অধীনস্থ সুকান্ত পল্লীর একটি হোটেল ‘সিলভার ডোর’-এ শিশু ও নারী পাচার এবং জোরপূর্বক যৌন কাজে নিযুক্ত করার অভিযোগে দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর মামলায় চার অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাকপুরের বিশেষ পকসো আদালত।

এই মামলার সূত্রপাত হয় ২১ ফেব্রুয়ারি, ২০১৮-তে, যখন CID-এর AHTU ইউনিটের ওসি ইন্সপেক্টর গৌতম সাহা গোপন সূত্রে খবর পেয়ে সিলভার ডোর হোটেলে অভিযান চালান। অভিযানে দু’জন নাবালিকা ও চারজন প্রাপ্তবয়স্ক মহিলা উদ্ধার হন। ঘটনাস্থল থেকে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালীন হোটেল ম্যানেজারের ডেস্ক থেকে ₹২,২৮,০৫০ নগদ, অভিযুক্তদের কাছ থেকে ₹৫০০০ টোপ অর্থ, এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তভার গ্রহণ করে CID, এবং ইনস্পেক্টর স্বপ্না ঘোষ এই মামলার তদন্তকারিণী অফিসার হিসেবে নিযুক্ত হন।

মামলার চার্জশিট দাখিলের পর, বারাকপুরের অতিরিক্ত জেলা ও পকসো আদালতে বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানির পর, আদালত আজ দোষী সাব্যস্ত করেন চারজন অভিযুক্ত—

1. কৃষ্ণা দে।

2. মনীন্দ্রনাথ আদগরী।

3. বুলু নিয়োগী।

4. রাখি ঘোষ। 

এছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। একইসঙ্গে, আদালত নাবালিকা দু’জন নির্যাতিতাকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে।

অন্যদিকে, কলকাতা পুলিশের ডিডি শাখার আরএস বিভাগের উদ্যোগে ফের গোপন জুয়া চক্রের পর্দাফাঁস হয়েছে। সাত্তার আড়ালে অবৈধভাবে জুয়া খেলার অভিযোগে সরসুনা থানার একটি দোকান থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সরসুনা প্রধান রোডের পল চিকেন শপের ঠিক বিপরীতে একটি টিন ও লোহার তৈরি দোকানে ৩১ জুলাই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বরুণ দাস (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি  ১৭৫, সারসুনা মেইন রোড, কলকাতা-৭০০০৬১ বাসিন্দা।

অভিযানের সময় তদন্তকারীরা অভিযুক্তের কাছ থেকে একটি ক্যালকুলেটর, পাঁচটি সত্তা প্যাড এবং নগদ ₹১২,০০০/- টাকা উদ্ধার করে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুয়া চক্র পরিচালনা করছিলেন এবং অন্যদের আর্থিক ক্ষতির বিনিময়ে নিজে লাভবান হচ্ছিলেন।

মামলাটি SNA কেস নম্বর ১৩৩, তারিখ: ৩১.০৭.২০২৫, ধারা ৩১৮(৪)/৬১(২) বি এন এস পাঠ সহ ৩ ও ৪ W.B.G & P.C Act অনুযায়ী নথিভুক্ত হয়েছে। মামলার মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে প্রতীক সরকার (৩৯), ARS, DD, লালবাজার, কলকাতা পুলিশ-এর রিপোর্টে। পুলিশ সূত্রে খবর, এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর এ কী মন্তব্য আব্দুর রহিম বক্সির? দেখুন
আইটিসি সঙ্গীত সম্মেলন ২০২৫ চলছে মহা আড়ম্বরে! সঙ্গীতের মহামঞ্চে সম্মানিত এই কিংবদন্তী শিল্পী