অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ রাজ্যের ৪ বিজেপি নেতাকে বিশেষ নিরাপত্তা, হামলার আশঙ্কা করছে নির্বাচন কমিশন?

গুরুত্ব বুঝে বিভিন্ন দলের নেতাদের ওপর বিশেষ সুরক্ষা ব্যবস্থার নির্দেশ দেয় কমিশন। ভোটের আগে ও ভোট চলাকালীন এই নিরাপত্তা কভার নানা হামলা থেকে বাঁচানোর জন্য দেওয়া হয় নেতাদের।

Parna Sengupta | Published : Apr 3, 2024 5:32 AM IST / Updated: Apr 03 2024, 11:13 AM IST

এখন থেকেই ভোটের উত্তাপ বাইরের গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। বিতর্কিত কথা, বাগযুদ্ধ, আক্রমণ-পাল্টা আক্রমণের পালা শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের ভোটগ্রহণের ইতিহাস খুব একটা সুখকর নয়। বোমাবাজি, বিরোধী দলের ওপর আক্রমণ, হামলা, এসব বাংলার রাজনীতির অংশ। তবে প্রতিবারই কড়া থাকে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে গুরুত্ব বুঝে বিভিন্ন দলের নেতাদের ওপর বিশেষ সুরক্ষা ব্যবস্থার নির্দেশ দেয় কমিশন। ভোটের আগে ও ভোট চলাকালীন এই নিরাপত্তা কভার নানা হামলা থেকে বাঁচানোর জন্য দেওয়া হয় নেতাদের।

রাজ্যে চার বিজেপি নেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে কেন্দ্র কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল সাংসদ অর্জুন সিং, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ এবং কোচবিহার কার্যনির্বাহী সদস্য তাপস দাসের জন্য বিশেষ নিরাপত্তা কভারের ব্যবস্থা করেছে। লোকসভা নির্বাচনের আগে এই চার নেতাকে বিভিন্ন বিভাগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ নিরাপত্তা দেবে।

Latest Videos

এখানে জেনে রাখা ভালো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিং গত মাসেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, আর অর্জুন সিংকে জেড ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিজিৎ বর্মন ও তাপস দাসকে রাখা হয়েছে এক্স ক্যাটাগরির নিরাপত্তায়। উল্লেখ্য Z+ ক্যাটাগরি হল ৫৫ জন কর্মী, যার মধ্যে ১০+ NSG কমান্ডো এবং পুলিশ সদস্য রয়েছে । জেড ক্যাটাগরি হল ২২ জন কর্মী, যার মধ্যে ৪-৬ জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশ সদস্য রয়েছে। Y+ ক্যাটাগরি হল ২-৪ জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশ কর্মী সহ ১১ জন কর্মীদের নিরাপত্তার কভার।

জেনে রাখা ভালো যে পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৪ জুন ফলাফল প্রকাশ করা হবে।

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024