
North Bengal Accident News: মেল্লি কির্নেতে ভয়াবহ দুর্ঘটনা। নিহত ৪, গুরুতর আহত ৩। গ্যাংটকে ফেরার পথে ন্যাশনাল হাইওয়ে-১০-এ রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মেল্লি এলাকায় একটি সিকিম নম্বরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন যাত্রী। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেল্লি সিকিম হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝলকানির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান ও গাড়িটি তিস্তার প্রায় ৫০ মিটার নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ঘটনায় প্রাণ হারিয়েছে গাড়ি চালক গ্যাংটকের বাসিন্দা কামল সুব্বা (৪৪), বোজোঝাড়ির বাসিন্দা সামীরা সুব্বা (২০), জনুকা দার্জি (৩৫) ও তার স্ত্রী সন্তোষ দার্জি সহ বোজোঝাড়ির বাসিন্দা নিতা গুরুং (৫৮)। ঘটনার তদন্তে নেমেছে কালিম্পং থানার পুলিশ
অন্যদিকে, দুর্গা পুজোর বিসর্জনের আনন্দ মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। এরজন্য দায়ী বীরভূমের মারগ্রামের গ্রামীণ পুলিশ বা ভিলেজ পুলিশ। বিসর্জন দেখতে আসা এক যুবকের মুখে বাজি ছুঁড়ে দিল এক ভিজেল পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত যুবক এখন চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দশমীর রাতে চাঁদপাড়া গ্রামে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন প্রতিমা নিরঞ্জন দেখতে।সেই সময়েই স্ত্রীকে নিয়ে ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন হেমন্ত বাগদি নামের স্থানীয় এক যুবক। অভিযোগ সেই ভিড়ের মধ্যেই স্থানীয় ভিজেল পুলিশ ওই যুবকের মুখ লক্ষ্য করে একটি নিষিদ্ধ বাজি চকোলেট ছুঁড়ে দেয়। সেই বাজি যুবকের মুখের মধ্যেই ফেটে যায়। যুবকের ঠোঁট আর মুখ থেকে রক্ত বেরোতে দেখা যায়। এই ঘটনায় বিজয়ার আনন্দ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় । গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত যুবককে তড়িঘড়ি রামপুরহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু অবস্থার অবণতি হওয়ায় যুবককে স্থানান্তরিত করা হয়। নিয়ে আসা হয় বর্ধামান মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।