Hooghly incident: জুতো কুকুরে নিয়েছে, বিশ্বাস করে যেতেই প্রতারণার ফাঁদে পা! সব খুঁইয়ে মাথায় হাত ব্যবসায়ীর

Published : Mar 12, 2025, 05:01 PM IST
8 year old child thief

সংক্ষিপ্ত

Theft incident in Hooghly: দোকানের সামনে নোংরা পরিস্কার করতে ঝাটা হাতে বের হন বৃদ্ধ। বাইরে যেতেই দেখেন তার একটা জুতো নেই। দোকানের সামনে খুলে রাখা তাঁর এক পাটি জুতো না থাকায় তিনি আশপাশে খুঁজতে থাকেন। ফাঁকা দোকানে সে সময় আসে সেই বয়স্ক লোকটি ।

 Hooghly News: নতুন কৌশলে চুরি। চোরের চুরির কৌশল জানাজানি হতেই চাঞ্চল্য হুগলির হিন্দমোটরে (Hindmotor)। একটি ওষুধের দোকান থেকে চুরির সেই ঘটনার মুহূর্ত ধরা পড়ল সিসিটিভি (cctv) ক্যামেরায়। যে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে অনান্য ব্যবসায়ীদের মধ্যে। কুকুরে (dog) জুতো নিয়ে গেছে বলেই যে কায়দায় দোকানদারকে বের করে দিয়ে দোকানে ঢুকে কেপমারি (Capemari) হল তা নিয়ে শোরগোল পড়ে দিয়েছে হিন্দমোটরে। একেবার দিনের বেলাতে এই টাকা লুঠের ঘটনা নিয়ে এলাকার নিরাপত্তা নিয়ে চিন্তিত বাসিন্দারাও। স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি জেলার হিন্দমোটর বি বি স্ট্রিটে ওষুধের দোকান (Medicine Shop) রয়েছে মনোজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির। আজ সকালে তাঁর বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খুলে সব গোঁছগাছ করছিলেন। 

জানা যায়, একজন বয়স্ক মানুষ ওষুধ কিনতে আসে এবং তার ওষুধ নিয়ে তিনি চলে যান। তারপর আরও একজন ব্যক্তি এসে বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যায়। একটু দোকানটা ফাঁকা হতেই দোকানের সামনে নোংরা পরিস্কার করতে ঝাটা হাতে বের হন বৃদ্ধ। বাইরে যেতেই দেখেন তার একটা জুতো নেই। দোকানের সামনে খুলে রাখা তাঁর এক পাটি জুতো না থাকায় তিনি আশপাশে খুঁজতে থাকেন। ঠিক সেই মুহূর্তে এক যুবক তাতে জুতোর খোঁজ দিতে বলেন, ওই দূরে তার জুতো (shoe) নিয়ে গেছে কুকুরে। যুবকের কথা মতো হারানো জুতো খুঁজে দোকান ফাঁকা রেখেই ওই বৃদ্ধ বেরিয়ে যান। অভিযোগ, সেই যুবক তাঁর পিছন পিছন ছুটে যায়। ফাঁকা দোকানে সে সময় আসে সেই বয়স্ক লোকটি যে কিনা দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিল। দোকান ফাঁকা থাকার সুযোগ পেয়ে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় সে।

ওষুধ দোকানের মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন, "একটা গ্যাং এই ধরনের কেপমারি শুরু করেছে। সকালে বাবাকে দোকান খুলতে দেখে তারা টার্গেট করেছে। তিনি অভিযোগ করে বলেন, ক্যাশ বাক্স কোথায় সেটা ওষুধ কেনার অছিলায় দেখে যায় একজন। এসে জুতো সরায় আরেক জন। আরেক জন সুযোগ মতো এসে বলে কুকুরে জুতো নিয়ে গেছে। তারপর বাবা জুতো খুঁজতে দোকান ফাঁকা রেখে যেতেই ক্যাশ বাক্স ফাঁকা করে দেয়। তার দাবি, ছিল ক্য।শ বাক্সে ছিল হাজার দশেক টাকা।"

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ