সাগরসঙ্গমে পূণ্য লাভের আশায় আজ ভোর থেকেই ভিড় গঙ্গাসাগরে, জানুন পূণ্যস্নানের শুভ সময়

Published : Jan 14, 2023, 08:28 AM ISTUpdated : Jan 14, 2023, 09:17 AM IST
Makar Sankranti Bathing

সংক্ষিপ্ত

মরক সংক্রান্তির দিনে গঙ্গাবক্ষে স্নানে পূণ্য লাভ হবে বলে কথিত রয়েছে। সেই পূণ্য লাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমাচ্ছে পূণ্যার্থীরা।

শনিবার সকাল থেকেই ভিড় গঙ্গাসাগরে। মকর সংক্রান্তি উপলক্ষে পূণ্যস্থানে মেতেছে রাজ্যবাসী। তিথি অনুযায়ী এবার গঙ্গাসাগরে পূণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ দু'দিন। শনিবার ও রবিবার। ফলে শনিবার থেকেই ভোর থেকেই গঙ্গসাগরে ভিড় জমাচ্ছেন পূণ্যার্থীরা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শনিবার সূর্যোদয় থেকে সন্ধ্যা ৭.২৩ পর্যন্ত মকর সংক্রান্তির তিথি। পূণ্যস্নানের জন্য শুভ সময় সকাল ৭.১৩ থেকে দুপুর ১.০৬ পর্যন্ত। পুরান মতে সাগর রাজার ৬০ হাজার সন্তানের জীবন ফেরাতে মর্ত্যলোকে গঙ্গাকে আনেন। তাই মরক সংক্রান্তির দিনে গঙ্গাবক্ষে স্নানে পূণ্য লাভ হবে বলে কথিত রয়েছে। সেই পূণ্য লাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমাচ্ছে পূণ্যার্থীরা।

কতক্ষণ থাকছে শুভ সময়?

এই বছর দুই ভিন্ন মঞ্জিকা অনুযায়ী দু'দিন পড়েছে মকরসংক্রান্তির তিথি। শনিবার সকাল ৬ টা ১৮ মিনিট থেকে পড়ছে সপ্তমী। রবিবার সন্ধ্যা ৭.২৩ পর্যন্ত থাকছে সপ্তমী। সংক্রান্তির স্নানের শুভ সময় ৭.১৩ থেকে দুপুর ১.০৬ পর্যন্ত। অন্যদিকে অপর পঞ্জিকা অনুযায়ী রবিবার মকর সংক্রান্তি। পূণ্যস্নানের শুভ সময় সূর্যোদয় থেকে দুপুর ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত।

গঙ্গাসাগরে শনিবার সকাল থেকেই দেখা গেল পূণ্যস্নানের দৃশ্য। সকাল থেকেই সাগর সঙ্গমে পূণ্যলাভের আশায় ভিড় জমাচ্ছেন পূর্ণার্থীরা। শনি ও রবিবার দু'দিনই থাকছে মকর সংক্রান্তির তিথি। বিশেষজ্ঞদের মতে দু'দিনই পূণ্যস্নান করা যাবে গঙ্গাসাগরে।

PREV
click me!

Recommended Stories

মমতাকে চ্যালেঞ্জ করে জ্বালাময়ী বক্তব্য বিধায়ক অসীম সরকারের | Asim Sarkar on Mamata
Asim Sarkar on Mamata: মমতাকে চ্যালেঞ্জ করে জ্বালাময়ী বক্তব্য বিধায়ক অসীম সরকারের