কল বসানোর সময় জলের বদলে বের হচ্ছে গ্যাস! দেশলাই জ্বালাতেই দাউ দাউ করে আগুন

Published : Feb 22, 2025, 07:40 PM IST
gas

সংক্ষিপ্ত

কল বসানোর জন্যে পাইপ বোরিং করার সময় হঠাই শনিবার গ্যাস বেরোতে শুরু করে । বিষয়টি দেখে চমকে যায় স্থানীয়রা। কৌতুহলে অনেকেই সেই গ্যাসে দেশলাইয়ের আগুন দিতেই দাউ দাউ করে জ্বলে উঠছে । আগুনের শিখা দেখতে পেয়ে একেবারে এলাকায় হইচই বেঁধে যায়।

আজব ঘটনা দেখে হতবাক এলাকার মানুষ। ঘটনা নিজের চোখে দেখে রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কলের মুখ থেকে জলের জায়গায় বের হচ্ছে গ্যাস। দেশলাইয়ের কাঠি ধরাতেই দাউ দাউ করে জ্বলছে আগুন। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে বর্ধমানে।

স্থানীয় সূত্রে জানা যায়, কল বসানোর জন্যে পাইপ বোরিং করার সময় হঠাই শনিবার গ্যাস বেরোতে শুরু করে । বিষয়টি দেখে চমকে যায় স্থানীয়রা। কৌতুহলে অনেকেই সেই গ্যাসে দেশলাইয়ের আগুন দিতেই দাউ দাউ করে জ্বলে উঠছে । আগুনের শিখা দেখতে পেয়ে একেবারে এলাকায় হইচই বেঁধে যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার সমুদ্রগরের দক্ষিণ বাটি গ্রামে। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাদনঘাট থানার পুলিশ । খবর দেওয় হয় দমকল বিভাগে। খবর পেয়েই দুইটি দমকলের ইঞ্জিন ঘটনা স্থলে আসে। কোনো দুর্ঘটনা এড়াতে গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে। কি কারণে বা কোন গ্যাস বেরোচ্ছে তা জানতে ওএনজিসি-কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসেন আধিকারিকরা।

স্থানীয় এক বাসিন্দা জানালেন, এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে ২৯০ ফুট বোরিং করার পর বালি পাওয়া না যাওয়ায় মিস্ত্রীর সন্দেহ হয়। সে বলে, কিছু একটা ব্যাপার আছে। এরপর বসানো পাইপ একে একে তুলে ফেলা হয়। তারপরই সো সো করে শব্দ হতে থাকে। কয়েকজন সন্দেহ বশতঃ মনে করেন হয়তো গ্যাস বের হচ্ছে। দেশলাই ধরাতেই জ্বলে ওঠে আগুন। তারপরই প্রশাসনকে খবর দেওয়া হয়।

সমুদ্রগরের পঞ্চায়েত প্রধান জানালেন, দক্ষিণ বাটি গ্রামে একটি সাব মার্শাল বসানোর কাজ চলছিল। কাজ চলছিল দ্রুত গতিতে। পাইপ বসানোর সময় মাটির নীচ থেকে গ্যাস বের হওয়া বিষয়টি লক্ষ্য করা যায়। লোকাল মেম্বার বিষয়টি জানাতেই সমস্ত প্রশাসনিক দপ্তরে জানানো হয় ঘটনাটি। আপাতত ওই অংশ সিল করে রাখা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের
'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে