সর্ষের ওপর মা সরস্বতী, বাকদেবীর আরাধনার আগেই তাক লাগালেন নবদ্বীপের গৌতম সাহা

Published : Jan 30, 2025, 10:07 PM IST

সর্ষে দানার উপরে সারে পাঁচ মিলিমিটার মা সরস্বতীর মূর্তি,তৈরী করে ফের চর্চায় নবদ্বীপের শিল্পী গৌতম সাহ 

PREV
110
রেকর্ড

নিজের নিপুণ শিল্প কলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙ্গে নজির গড়লেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহ। সামান্য একটি সরষে দানার ওপরেই মাটি, রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছে।

210
নবদ্বীপের শিল্পি

শিল্পকলার নজির সৃষ্টি করলো নদীয়ার নবদ্বীপের শিল্পী গৌতম সাহা, যিনে পেশায় একজন অঙ্কন শিক্ষক।

310
শিল্পির কথা

গৌতম সাহা জানান গত বছরের তিনি ৮ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তী তৈরী করেছিলেন, এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষে দানার ওপরেই সাড়ে পাঁচ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তী তৈরী করেছেন। এটাই সরস্বতী পুজোর আগে মা সরস্বতীর প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন।

410
গৌতমের পরিবার

নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। বয়স যার আনুমানিক ৫৭। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক।জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গিতিকার ও শিক্ষক, পরিবারে স্ত্রী সন্তান সহ দুই দিদি, তারা আছেন লেখালেখি, সংগীত ও শিক্ষাগতা নিয়ে। এক কথায় শিক্ষা ও শিল্প সত্বায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহার।

510
লকডাউনের সময়

গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্প কলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন। আগেও এজাতীয় কাজ তিনি করেছেন।

610
অতীত শিল্পকলা

অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগডালের পর, কখনো ধানের ওপর তো কখনো চকের, বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি। শুধু তাই নয় তিনি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্প কলায় সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তী দিয়ে সাজিয়ে তুলেছেন, যা ছোট খাটো একটা খোলা মিউজিয়ামও বলা যায়।

710
১৫ দিনের কেল্লাফতে

শিল্পী গৌতম বাবু জানান এবার দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য, গত ১৫ দিন ধরে দিনরাত এক করে এবার ফুটিয়ে তুলেছেন একটি সর্ষের দানার উপরে সারে পাঁচ মিলিমিটার মা সরস্বতীর মূর্তি। যা তৈরী করতে লেগেছে মাটি, রং।

810
মানসিক শান্তির জন্য

এই শিল্পচর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছেন বলে জানান শিল্পী গৌতম বাবু । পরবর্তীতে আরও এই ধরণের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানান শিল্পী গৌতম সাহা।

910
শিল্পীর যোগ্য সম্মান বা আর্থিক সাহায্য কি কিছু মেলে?

প্রশ্নের উত্তরে কিছুটা হতাশার সাঙ্গেই তিনি বলেন এখনো সেভাবে কোথাও থেকে কিছু মেলেনি, তবে শহরের বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছি, আর্থিক ভাবে কোন সহায়তা মেলেনি, তিনি আরও বলেন আমি চাই যদি আমার এই কাজ গুলো কোথাও সংগ্রহশালায় জায়গা পায়, বা কোথাও প্রদর্শতি হয়,। পাশাপাশি কেউ যদি এই শিল্প কলা শিখতে চায় তিনি তাও শেখাবেন বলেও জানায়।

1010
নতুন সৃষ্টি

শ্রী চৈতন্য দেবের জন্মভূমি নবদ্বীপ ধাম, শিক্ষা -সংস্কৃতির অন্যতম পীঠস্থান, একদা " অক্সফোর্ড অফ বেঙ্গল"ও বলা হতো এই শহরকে,আর এই শহরের এক কোনে থাকা এই শিল্পীর সৃষ্টি আর তার আক্ষেপ যেন প্রদীপের নিচেই অন্ধকার - এই কথাটাই মনে করিয়ে দিলো। মোটের ওপর শিল্পী গৌতম বাবু তার নিপুণ শিল্প কলায় নিজের মতোন করেই আগামী দিনে আরও নতুন কিছু সৃষ্টি করুক।

click me!

Recommended Stories