স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে, বড় বার্তা দিলেন প্রধান বিচারপতি

Published : Jan 30, 2025, 04:26 PM IST

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 

PREV
110
স্বাস্থ্যসাথী মামলা খারিজ

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

210
মামলার কারণ

স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে অনেকেই পান না বলে দাবি করে মামলা করা হয়েছিল। মামলাকারীর বক্তব্য ছিল ভোটে ফয়লা তোলার স্বার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই প্রকল্প কাজে লাগে না।

310
মামলার শুনানি

বৃহস্পতিবার এই মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

410
মামলাকারী

স্বাস্থ্যসাথী নিয়ে একটি সংস্থা হাইকোর্টে মামলা করেছিল ২০২১ সালে। তাদের বক্তব্য ছিল নির্বাচনে লাভের অঙ্ক মাথায় রেখেই রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। কিন্তু এক সুবিধে বেশিরভাগ মানুষই পায় না। বেসরকারি হাসপতাল ফিরিয়ে দেয়।

510
স্বাস্থস্বাথীর অনুদান

স্বাস্থ্যসাথী কার্ডে পরিবার পিছু চিকিৎসার জন্য রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে দিয়ে থাকে। রোগীর বাড়ি ফেরার জন্য অনুদান হিসেবে আরও ২০০ টাকা করে দেওয়া হয়।

610
হাইকোর্টের বক্তব্য

প্রধান বিচারপতির বেঞ্চ মামলা খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে, জনহিতে রাজ্য সরকার যে কোনও প্রকল্প চালু করতে পারে। রাজ্য সরকারের সিদ্ধান্তেই এই প্রকল্প। এতে আদালত হস্তক্ষেপ করবে না।

710
প্রধান বিচারপতির মন্তব্য

এই মামলার শুনানিটি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনম বলেন, 'ধরুন, এই প্রকল্প নেই। তখন কী বলবেন? আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। প্রয়োজনে বিধায়ক এবং সাংসদদের সঙ্গে কথা বলুন।'

810
স্বাস্থ্যসাথী প্রকল্প চালু

২০১৬ সালে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল। পরিবারের মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হয়।

910
সুবিধে

এই প্রকল্পের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা পাওয়া যায়।

1010
স্বাস্থ্যসাথীর সমস্যা

বর্তমানে বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগীর চিকিৎসা করতে নারাজ। অনেক সময় ফিরিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্য়ায় হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি।

click me!

Recommended Stories