
West Bengal News: ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া মোট ৩১ জন বাংলাদেশী মহিলা, পুরুষ ও শিশুকে শনিবার নদিয়া জেলার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাল সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force)। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (Border Guard Bangladesh) মধ্যে অনুষ্ঠিত ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পক্ষ থেকে নেতৃত্ব দেন দর্শনা আইসিপি কমান্ডার সুবেদার মো. আবুল হাসান আর ভারতের ৩২ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে উপস্থিত ছিলেন ইনস্পেক্টর শিবশঙ্কর সিং। যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে আছে ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন বৃহন্নলা ও ৩ জন শিশু। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খুলনা, যশোর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলায়।
সূত্রের খবর, কাজের খোঁজে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এই বাংলাদেশীরা। তারা মুম্বই-সহ বিভিন্ন শহরে শ্রমিক হিসেবে কাজ করার সময় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে গেদে চেকপোস্ট দিয়ে বিএসএফ তাদের বিজিবি-র হাতে তুলে দেয়। বিজিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা বাংলাদেশীদের প্রাথমিকভাবে দর্শনা থানায় রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের পর তাদের নিজ নিজ জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে। এই মানবিক পদক্ষেপের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত সহযোগিতার উদাহরণ সৃষ্টি হল বলে মত প্রশাসনিক মহলের।
গেদে সীমান্ত দিয়ে যখন বাংলাদেশীদের ফেরত পাঠানো হল, ঠিক সেই সময় রাজ্যের অন্য প্রান্তে সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে পুলিশের জালে সন্দেহজনক দুই বাংলাদেশী। বিএসএফ-এর চোখে ধুলো দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুস্থ্যানি মোড় থেকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করে দু'জনকে। ধৃতদের নাম, মোহাম্মদ রাসেল মিয়া (৩৩) ও মোহাম্মদ রিফাত (২১)। তাদের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ ও রংপুর জেলায়। কী উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল, তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।