
Murder Case: এক বস্তা বালির জন্য খুন এক প্রৌঢ়! হ্যাঁ, ঠিকই পড়ছেন। নদী থেকে এক বস্তা বালি তুলে নিয়ে আসার জন্য খুন হতে হল এক প্রৌঢ়কে। মুর্শিদাবাদের কান্দি থানার হিজল অঞ্চলের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটেছে। ময়ূরাক্ষী নদীর ঘাটে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি তোলার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি বালি মাফিয়া চক্র। এদিন সেই চক্রের সদস্যদের রোষের শিকার হলেন এক সাধারণ গ্রামবাসী ও তাঁর প্রবীণ দাদা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এক ব্যক্তি মাত্র এক বস্তা বালি আনতে গিয়েছিলেন নদী থেকে। সেই সময় ওই অঞ্চলে সক্রিয় বালি মাফিয়ারা তাঁকে বালি তুলতে বাধা দেয়। তর্ক-বিতর্কের জেরে শুরু হয় ধস্তাধস্তি ও মারধর। চোখের সামনে ভাইকে বেধড়ক মার খেতে দেখে ৭০ বছরের গোলাম শেখ ঘটনাস্থলে ছুটে যান ভাইকে বাঁচাতে। কিন্তু তাতেই উল্টে তিনি নিজেই বালি মাফিয়াদের আক্রমণের শিকার হন। স্থানীয়দের অভিযোগ, তাঁকে নির্দয়ভাবে পিটিয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীণ গোলাম শেখের।
এই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় গভীর শোক ওই অঞ্চলে। ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। মৃতের পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। ওই অঞ্চলে এখন চরম উত্তেজনা। কান্দি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে বালি মাফিয়াদের দৌরাত্ম্য দেখা গেলেও, এ বিষয়ে কড়া ব্যবস্থা নিতে ব্যর্থ পুলিশ। মুর্শিদাবাদের ঘটনা তারই প্রমাণ। পুলিশ যদি বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারত, তাহলে হয়তো এভাবে এক প্রৌঢ় ব্যক্তিকে খুন হতে হত না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।