India-Bangladesh Border: গত বছর থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়ছে। একইসঙ্গে চোরাচালানের চেষ্টাও চলছে। ত্রিপুরায় (Tripura) ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিকবার অশান্তি হয়েছে। ফের সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল।

DID YOU
KNOW
?
ভারত-বাংলাদেশ দ্বন্দ্ব
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে।

Bangladeshi smugglers killed: ত্রিপুরায় (Tripura) ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) এক গ্রামবাসীকে খুন করেছিল বাংলাদেশী চোরাচালানকারীরা। পাল্টা অভিযান চালিয়ে তাদের তিনজনকে খতম করে দিলেন নিরাপত্তারক্ষীরা। শুক্রবার বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। বুধবার এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাদের খতম করা হয়েছে, তাদের ন্যায়বিচার দিতে হবে। অবিলম্বে এই ঘটনার পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্তের দাবিও জানিয়েছে বাংলাদেশ। যদিও কোনও অন্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। নয়াদিল্লির (New Delhi) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশী চোরাচালানকারীরা লোহার দা ও ছুরি নিয়ে গ্রামবাসীদের উপর হামলা চালিয়ে তাঁদের জখম করে দেয়। তারা এক গ্রামবাসীকে খুনও করে। এরপর অন্য এক গ্রামবাসী সেখানে পৌঁছন এবং বাংলাদেশী চোরাচালানকারীদের হামলা ঠেকান। এরপর পুলিশ-প্রশাসনকে খবর দেওয়া হয়। বাংলাদেশী চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। দুই চোরাচালানকারীর মৃতদেহ উদ্ধার করা হয়। অপর এক চোরাচালানকারীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরদিন তার মৃত্যু হয়।’

নয়াদিল্লি-ঢাকা দ্বন্দ্ব

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে নয়াদিল্লি-ঢাকা দ্বন্দ্ব (New Delhi-Dhaka row) দ্বন্দ্ব শুরু হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনা জঘন্য, গ্রহণযোগ্য নয় এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, নয়াদিল্লিকে সেটা নিশ্চিত করতেও বলেছে ঢাকা। কিন্তু এই অভিযোগ খারিজ করে দিয়েছে ভারত।

পশ্চিমবঙ্গেও ভারত-বাংলাদেশ সীমান্তে অশান্তি

মালদা-সহ পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ঘিরে অশান্তি হয়েছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশও বাড়ছে। বৃহস্পতিবারই নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আলামিন খান। তার বাড়ি বাংলাদেশের মোতলেব, উত্তর চাঁদপুর জেলার গোপালকান্দি অঞ্চলে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড় চুপরিয়া বাজার অঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, কিছু ভারতীয় দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল আলামিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।