সম্পর্কে জড়াতে বাধা! প্রেমিকের সাহায্য নিয়ে মা-কে খুন করল নাবালিকা

Published : Jul 30, 2024, 01:40 PM IST
Murder

সংক্ষিপ্ত

সম্পর্কে জড়াতে বাধা! প্রেমিকের সাহায্য নিয়ে মা-কে খুন করল নাবালিকা

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে মা-কে খুন নাবালিকার। শাবসরোধ করে খুন করল নিজের মাকে। ঘটনাটি ঘটেছে কলকাতার ঠাকুরপুকুরে।

মধ্যমগ্রামের একটি ছেলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় এক নাবালিকার। এরপরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি নাবালিকার পরিবার। এরপরে প্রেমিকের সাহায্য নিয়ে মাকে খুন করার পরিকল্পনা করেন নাবালিকা বলে জানা গিয়েছে।

মৃতার নাম চায়না স্যান্যাল বলে জানা গিয়েছে। চায়না দেবীর বয়স ৫৪ বছর বলে জানা গিয়েছে। জেরায় দুই অভিযুক্তকই নিজের দোষ শিকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ বছরের ওই নাবালিকার সঙ্গে ফেসবুকে আলাপ হয় ওই নাবালকের। দু' জনের সম্পর্ক জানাজানি হতে মেয়েকে বকুনি দেন তার মা। এরপরই নিজের মাকে হত্যার পরিকল্পনা করে নাবালিকাটি। এরপরে রাতে যখন সবাই ঘুমাচ্ছে সেই সময় দু'জন মিলে চায়না দেবীকে শ্বাসরোধ করে খুন করে দুই অভিযুক্ত।

তবে খুনের সময় হঠাৎই ঘুম ভেঙে যায় নাবালিকার বাবার। তখনই তাকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দেয় নাবালিকার প্রেমিক। এরপর বাবাকে পাশের ঘরে নিয়ে গিয়ে মুখ বন্ধ করে রাকতে বলে নাবালিকা। নইলে তাকেও খুন করা হবে হুমকি দেওয়া হয়। এরপর চিকিৎসক এসে চায়নাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তাঁকে দাহ করে দেওয়া হয়।

কিন্তু রবিবার রাতে আর মুখ বন্ধ করে না রাখতে পেরে প্রতিবেশীদের সমস্ত ঘটনা জানান নাবালিকার বাবা। তারপরেই ঘটনাস্থলে পুলিশ এসে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। পরে পুলিশি জেরায় দুজনেই নিজেদের দোষ শিকার করেছে।

PREV
click me!

Recommended Stories

মেসির কাছে দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মমতা গেলেন না যুবভারতীতে
'উত্তর কলকাতার সবকটি আসনে বিজেপি জিতবে', মানিকতলা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর