আর ১ হাজার টাকা নয়, মাসে ঢুকবে আরও বেশি টাকা। মেয়েদের জন্য দারুণ খবর দিল তৃণমূল সরকার। এবার ২ হাজার টাকারও বেশি টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে।
এমনিতেই ১০০০ টাকা করে পাচ্ছিলেন মহিলারা। এবার সেই টাকা বেড়ে হল দ্বিগুণ। এবং এই টাকা পাবেন সব মহিলারাই।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র? আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে সমস্ত মহিলাদের বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম তাদের জন্যই এমন সুবিধা এনেছে রাজ্য সরকার। তারাই পাবেন কড়কড়ে ২১০০ টাকা।
এবার নিজেদের ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে কড়কড়ে ২১০০ টাকা। মাসে মাসে এত টাকা।
এর জন্য ইনকাম সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে বাংলার মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বাড়তি টাকা ঢুকবে অ্যাকাউন্টে।
এমনিতেই তপশিলি উপজাতিদের টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এর সঙ্গে মিলল বাড়তি উপহার।
Anulekha Kar