DA না দিলেও দ্বিগুণ করে দেওয়া হল সরকারি কর্মীদের এই ভাতা! এতেই বেড়ে গেল একধাক্কায় অনেকটা বেতন

Published : Jan 10, 2025, 11:53 AM IST

DA না দিলেও দ্বিগুণ করে দেওয়া হল সরকারি কর্মীদের এই ভাতা! এতেই বেড়ে গেল একধাক্কায় অনেকটা বেতন

PREV
17

এই রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর। একধাক্কায় বাড়ল সরকারি কর্মীদের এই ভাতা। 

27

এখনও পর্যন্ত ডিএ নিয়ে কোনও বড় আপডেট নেই সরকারি কর্মীদের জন্য। বেশকিছু রাজ্যে ডিএ ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি এই রাজ্যে।

37

৩ শতাংশ ডিএ বাড়ার ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কবে এই টাকা ঢুকবে তার কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। 

47

তবে এর মধ্যেই মিলল একটা দারুণ সুখবর। শেষমেশ সরকারি কর্মীদের এই ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার।

57

এবার ফেব্রুয়ারিতেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হুড়মুড়িয়ে বেড়ে গেল এই ভাতা।

67

কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য।

77

এখন থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। আগে এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানো হল হোমগার্ডদের।

click me!

Recommended Stories