প্রচারে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! মেজাজ হারালেন মহুয়া মৈত্র
শুরু হচ্ছে লোকসভা ভোট। কৃষ্ণনগর থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা সংক্রান্ত মামলায় তাঁকে ইডি তলব করলেও তিনি জাননি। ভোটের প্রচারে থাকবেন বলেই ইডির ডাকে সাড়া দেননি মহুয়া। এদিকে কৃষ্ণনগরে জেতার জন্য মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। প্রচারে ভালই জনসমর্থন পাচ্ছেন কিন্তু গত শুক্রবার ঘটল ছন্দপতন। প্রচারে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হল মহুয়া মৈত্রকে।
লোকসভা নির্বাচন দোরগোড়ায়। শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার। এবার প্রচার করতে গিয়েই চরম হেনস্থার মুখে পড়লেন মহুয়া মৈত্র। শুক্রবার প্রচারে বেরিয়ে ‘গো–ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হল কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। তবে এই ঘটনায় কোনও মতেই মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। পাল্টা রেগে যান মহুয়া মৈত্রও। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কৃষ্ণনগরে তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন রাজবধূ অমৃতা। শুক্রবার প্রচারে গিয়েই জনগণের রোষের মুখে পড়তে হয় মহুয়াকে। লাল শাড়ি পরে হুডখোলা গাড়িতে প্রচার চলছিল কিন্তু চাপড়া ১ নম্বর ব্লক এলাকায় হঠাৎ তৃণমূল কংগ্রেসেরই কয়েকজন কর্মী তাঁকে দেখে ‘গো–ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এমন অভিযোগ উঠে এসেছে। আর তাতেই মেজাজ হারান মহুয়া মৈত্র। মোবাইলে এই বিক্ষোভের ভিডিয়ো রেকর্ড করতে দেখে গর্জে ওঠেন মহুয়া মৈত্র।মাইক্রোফোন হাতে সাফ বলেন, ‘"ভিডিয়ো বন্ধ করুন, ‘ভিডিয়ে বন্ধ করবেন? নাকি আমি কিছু করব?" পরে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে পুলিশ। কিন্তু এমন স্লোগান বা বিক্ষোভে কারা জড়িত তা এখনও জানা যায়নি।