Dilip Ghosh: '১৫ লক্ষ টাকার অপেক্ষায়...', মোদীর জুমলা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published : Apr 05, 2024, 05:23 PM IST
BJPs Dilip Ghosh starts campaigning in Burdwan Durgapur constituency for Lok Sabha elections from Holi 2024 bsm

সংক্ষিপ্ত

বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়েছিলেন ভাতারে। সেখানেই তিনি সাংবদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১৫ লক্ষ টাকার অপেক্ষা করে অনেকেই তো ওপরে চলে গেল! 

লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করার পর থেকেই প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ রীতিমত বেসুরো বাজছেন। এতদিন তাঁর নিশানায় ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মন্তব্য করে অস্বস্তি বাড়িয়েছেন বিজেপির। কিন্তু এবার তিনি এমন মন্তব্য করলেন যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়েছে দল। তাঁর মন্তব্যে কটাক্ষের সুর শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যা ইতিমধ্যেই হাতিয়ার হয়ে উঠেছে বিজেপির।

দিলীপের মন্তব্যঃ

বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়েছিলেন ভাতারে। সেখানেই তিনি সাংবদিকদের মুখোমুখি হয়ে বলেন, '১৫ লক্ষ টাকার অপেক্ষা করে অনেকেই তো ওপরে চলে গেল! আমরা এখন ১৫ কোটির কথা বলছি।' কিন্তু কি ১৫ কোটি তা অবশ্য খোলসা করেননি বিজেপির দিলীপ। তবে দিলীপের এই ১৫ লক্ষ টাকা নিয়ে মন্তব্য যে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। কারণ এই ১৫ লক্ষ টাকা মন্তব্য এমনিতেই বিজেপির ক্ষত। মোদীর এই মন্তব্য নিয়ে সাফাই দিতে হয়েছিল স্বয়ম অমিত শাহকে।

Watgunge Murder: মাত্র ৫০০০ টাকার জন্যই দুর্গাকে খুন? ওয়াটগঞ্জের মহিলার বুক আর ফেলা হয়েছিল গঙ্গায়

১৫ লক্ষ টাকা ইস্যু-

২০১৪ সালে নির্বাচনের আগে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গিয়েছিল ১৫ লক্ষ টাকা গ্যারান্টি। তিনি বিদেশ থেকে কালো ধন ফিরিয়ে এনে দেশবাসীকে ১৫ লক্ষ টাকা করে দেবেন বলে ঘোষণা করেছিলেন। দেশের প্রতিটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকবে বলেও ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে বিরোধীরা যখন এই বিষয়টিকে প্রচারের হাতিয়ার করে তখন অমিত শাহ বলেছিলেন এটা একটু জুমলা। ভোট প্রচারের কথা। এভাবে টাকা দেওয়া যায় না।

Lok Sabha Election : রচনা-লকেটের 'সাপে-নেউলে' সম্পর্কে হটসিট হুগলি, লড়়াই হবে ত্রিমুখী

কিন্তু প্রায় ১০ বছর পরেই ১৫ লক্ষ টাকার ইস্যু টাটকা বিরোধী শিরিবে। রাহুল থেকে প্রিয়াঙ্কা সকলেই এই ইস্যুটি উত্থাপন করে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু এই প্রথম বিজেপির প্রার্থী হয়ে ১৫ লক্ষ টাকা নিয়ে কটাক্ষের সুর শোনাগেল দিলীপের গলায়।

Lok Sabha Election: সন্দেশখালি ইস্যুতে নজরে বসিরহাট, 'সম্মান রক্ষার' লড়াইয়ে যুযুধান রেখা -নুরুল

 

তবে কি অন্যপথে দিলীপ-

প্রার্থী হওয়ার পর থেকেই দিলীপ ঘোষ একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে দল। দিলীপ ঘোষের সঙ্গে দলের নতুনদের দূরত্ব ক্রমশই বাড়ছে। বিজেপি সূত্রের খবর নতুনদের কারণেই তাঁকে মেদিনীপুরের প্রার্থী করা হয়নি। উল্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ধমান -দুর্গাপুরের মত কঠিন কেন্দ্রে। তাঁকে প্রার্থী করার নিয়েও দোলাচল ছিল। প্রথম দিকের তালিকায় তাঁর নাম ছিল না। তাতেই দিলীপ ঘোষ কিছুটা হতাশ।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?
দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার