বাজেটে ইলিশ প্রেমীদের জন্য সুখবর! হুহু করে কমবে দাম, বাজারে কত করে পাবেন ইলিশ?

বাজেটে ইলিশ প্রেমীদের জন্য সুখবর! হুহু করে কমবে দাম, বাজারে কত করে পাবেন ইলিশ?

Anulekha Kar | Published : Jul 25, 2024 5:01 AM IST

সামুদ্রিক মাছের ফর থেকে পাঁচ শতাংশ কর ছাড়ের ঘোষণা কার হয়েছে কেন্দ্রীয় বাজেটে। ফলত দাম কমবে ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের।

এই খবরে অত্যন্ত খুশি পাইকারী ব্যবসায়ীরা। এছাড়া খুশির আনন্দে আপ্লুত ইলিশ প্রেমীরাও। ইলিশের মরশুম চলছে। বাজারে শুরু হয়েছে ইলিশের আমদানি। ফলে কর হ্রাসের কারণে মাছের দাম কমবে বলেই আশা রাখছেন ব্যবসায়ীরা।

Latest Videos

মাছের দাম কমায় বেশ অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেছেন মধ্যবিত্তরা। যেভাবে দাম বাড়ছিল। তাতে মধ্যবিত্তের পকেটে ভালোই টান পড়ছিল। তাই মাছের দাম কমায় এবার পুষ্টিতে আর ঘাটতি দেখা দেবে না মধ্যবিত্তের খাবারের প্লেটে।

মবলত শঙ্করপুর, ডায়মন্ডহারবার থেকেই বেশিরভাগ সামুদ্রিক মাছ আসে। এই বচর ইতিমধ্যেই বাজারে এসেছে ভোলা, ভেটকি, পমফ্রেট, চিংড়ি পার্শের মতো মাছ। হাতের নাগালের মধ্যেই দাম রয়েছে ইলিশের।

৫০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছে কর ছাড় পেতে আরও বেশ কয়েকটা দিন লাগবে বলে জানিয়েছেন চাষিরা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: কাঁথিতে মেগা জনসভা শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News
'রাজ্যের সর্বনাশ করে মমতা ফটো তুলতে বেড়িয়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর | Suvendu
‘পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’ ডিভিসির দিকে তোপ মুখ্যমন্ত্রীর | WB Flood
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |