বাজেটে ইলিশ প্রেমীদের জন্য সুখবর! হুহু করে কমবে দাম, বাজারে কত করে পাবেন ইলিশ?

Published : Jul 25, 2024, 10:31 AM IST
Hilsa

সংক্ষিপ্ত

বাজেটে ইলিশ প্রেমীদের জন্য সুখবর! হুহু করে কমবে দাম, বাজারে কত করে পাবেন ইলিশ?

সামুদ্রিক মাছের ফর থেকে পাঁচ শতাংশ কর ছাড়ের ঘোষণা কার হয়েছে কেন্দ্রীয় বাজেটে। ফলত দাম কমবে ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের।

এই খবরে অত্যন্ত খুশি পাইকারী ব্যবসায়ীরা। এছাড়া খুশির আনন্দে আপ্লুত ইলিশ প্রেমীরাও। ইলিশের মরশুম চলছে। বাজারে শুরু হয়েছে ইলিশের আমদানি। ফলে কর হ্রাসের কারণে মাছের দাম কমবে বলেই আশা রাখছেন ব্যবসায়ীরা।

মাছের দাম কমায় বেশ অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেছেন মধ্যবিত্তরা। যেভাবে দাম বাড়ছিল। তাতে মধ্যবিত্তের পকেটে ভালোই টান পড়ছিল। তাই মাছের দাম কমায় এবার পুষ্টিতে আর ঘাটতি দেখা দেবে না মধ্যবিত্তের খাবারের প্লেটে।

মবলত শঙ্করপুর, ডায়মন্ডহারবার থেকেই বেশিরভাগ সামুদ্রিক মাছ আসে। এই বচর ইতিমধ্যেই বাজারে এসেছে ভোলা, ভেটকি, পমফ্রেট, চিংড়ি পার্শের মতো মাছ। হাতের নাগালের মধ্যেই দাম রয়েছে ইলিশের।

৫০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছে কর ছাড় পেতে আরও বেশ কয়েকটা দিন লাগবে বলে জানিয়েছেন চাষিরা।

PREV
click me!

Recommended Stories

ভোটের আগেই সক্রিয় দিলীপ ঘোষ, ঝড় তুললেন রামনগরে বিজেপির চায়ে পে চর্চা অনুষ্ঠানে
শান্তিনিকেতনে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন