অবশেষে ধর্মঘট প্রত্যাহার! দাম কমবে আলুর, বাজারে কত টাকা কেজি হতে পারে, জানালেন মন্ত্রী
অবশেষে আলু ধর্মঘট প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য সরকারের আশ্বাসে উঠে গেল ধর্মঘট। এদিন হুগলির হরিপালে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বৈঠকের পরেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন বৈঠকের শেষে মন্ত্রী জানান, "বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে আলু সরাবরহ স্বাভাবিক হবে। আলুর দাম তিরিশ টাকার নিচে রাখার দাবি করেছেন বিপণন মন্ত্রী।
সম্প্রতি বাজারে শাক সবজির দাম কমানোর বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। সেই বৈঠকে আলুর দাম নিয়েও কথা তোলেন তিনি। হিমঘরে ২৫ শতাংশ আলু রেখে বাকি আলু বাজারে ছাড়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হিমঘর থেকে আলু বের করে নিতে চাপ দেন প্রশাসন। ভিন রাজ্যেও যাতে আলু রপ্তানি না হয় সে দিকেও নজরদাড়ি দেওয়া শুরু করে প্রশাসন। সীমান্তবর্তী এলাকাতে কড়াকড়ি শুরু হয়।
হিমঘরে থাকা আলু কিনে ঝাড়াই বাছাই করে বস্তাবন্দি করে বাজারে পাঠান এই সংগঠনের সদস্যরাই। যেহেতু আলু হি্মঘরে স্টোর করা হয়েছিল তাই চড়া দাম ছিল আলুর।
এদিন খুচরো বাজারে আলুর দাম তিরিশ টাকার নিচেই থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিপণন মন্ত্রী। যদি অনৈতিক ভাবে দাম বাড়ান হয় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।