West Bengal DA: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর! পয়লা বৈশাখ পেরোলেই দ্বিগুণ হবে বেতন, পে স্কেল বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : Apr 14, 2025, 02:23 PM ISTUpdated : Apr 14, 2025, 02:44 PM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর! পয়লা বৈশাখ পেরোলেই দ্বিগুণ হবে বেতন, পে স্কেল বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

PREV
17

এবার সত্যিই বাড়ছে মোটা টাকা বেতন! পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের এক ধাপে দ্বিগুণ টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

27

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফে? জানা গিয়েছে, বহুদিনই বেতন বাড়ানোর দাবি করেছিলেন সরকরি কর্মীদের একাংশ। 

37

বকেয়া ডিএ পেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে কেস। এবার সরকারি কর্মীদের খুশি করতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

47

সামনেই বিধানসভা ভোট। এবার ভোটের আগেই সবার মন খুশি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেওয়া হবে দ্বিগুণ টাকা বেতন। সপ্তম বেতন কমিশনের গঠন করেই সবার বেতন বাড়ানো হবে বলে খবর।

57

কবে ঘোষণা করতে হতে পারে সপ্তম বেতন কমিশন? পয়লা বৈশাখের পরেই আসবে খুশির খবর। নতুন বেতন কমিশন গঠনের ঘোষণা করতে হবে।

67

শেষ ২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের গঠন হয়। সেই মতো প্রায় ১০ বছর পেরিয়ে গিয়েছে হিসেব মতো সপ্তম বেতন কমিশন গঠনের কথা হয়ে গিয়েছে।

77

সপ্তম বেতন কমিশন গঠনের কথা হলেই প্রায় দ্বিগুণ টাকা বেতন বেড়ে যাবে। এ ছাড়াও বাড়বে পেনশন। ডিএ নিয়ে আর কোনও অভিযোগ থাকবে না সরকারি কর্মীদের।

click me!

Recommended Stories