DA মামলায় রাজ্য সরকারের পাল্টা রিপোর্ট সরকারি কর্মীদের, রইল মহার্ঘ ভাতা মামলার আপডেট

Published : Sep 25, 2025, 04:42 PM IST

DA Case: রাজ্য সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে হলফনামা জমা দিয়েছে। এবার সেই হলফনামার বিভিন্ন দিক তুলে ধরলেন রাজ্য সরকারী সংগঠন- কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িদের ময়ল মুখোপাধ্য়ায়। পাশাপাশি তিনি নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। 

PREV
15
সুপ্রিম কোর্টে ডিএ মামলা

সুপ্রিম কোর্টে ডিএ মামলায় নতুন মোড়। রাজ্য সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে হলফনামা জমা দিয়েছে। এবার সেই হলফনামার বিভিন্ন দিক তুলে ধরলেন রাজ্য সরকারী সংগঠন- কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িদের ময়ল মুখোপাধ্য়ায়। পাশাপাশি তিনি নিজের অবস্থানও স্পষ্ট করেছেন।

25
হলফনামায় রাজ্য সরকারের যুক্তি

রাজ্য সরকার হলফনামায় প্রশ্ন তুলেছে, ২--৮ সাল থেকে ডিএ দেওয়া সত্ত্বেও ২০১৬ সালের কর্মীরা মামলা করলেন কেন? উত্তরে কনফেডারেশনের যুক্ত হল- পূর্বতন বাম আমলে ডিএ নিয়ে বঞ্চনা ছিল। কিন্তু তা এতটা সহনীয় পর্যায়ে ছিল না। বর্তমান সরকারের বঞ্চনায় পর্যায় আকাশছোঁয়া।

35
ষষ্ঠ বেতন কমিশন নিয়ে ব্যাখ্যা

রাজ্য সরকার দাবি করেছে, ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। কনফেডারেশনের মতে এই তুলনা ষষ্ঠী বেতন কমিশনের উপর ভিত্তি করে করা হয়েছে। যা অবান্তর। পশ্চিমবঙ্গের মামলাটি পঞ্চম বেতন কমিসনের ভিত্তিতে চলছে। মলয় মুখোপাধ্য়ায়ের দাবি, সেই সময় অসম, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ডের মত রাজ্যগুলি কেন্দ্রের নিয়মে ডিএ দিত।

45
আগামীতে কী করবেন?

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ জানিয়েছে, তারা খুব দ্রুত তাদের পিটিশন সুপ্রিম কোর্টে জমা দেবে। ইতিমধ্যেই তাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমের সঙ্গে আলোচনা করে তথ্য পরিসংখ্যান আদালতে পেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কর্মীদের উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়েছেন। এই মামলায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

55
ডিএ মামলা

সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরেই চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। আগেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ২৫% ডিএ দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু তা দেয়নি। পাল্টা সুপ্রিম কোর্টে দিয়ে আর্থিক সংকটের কথা বলেছিল। অন্যদিকে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীরে কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করেই  রাজ্য সরকারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। 

Read more Photos on
click me!

Recommended Stories