বীরভূমের বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার।
বীরভূমের বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার, এক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। সেইসঙ্গে, পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য একটি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে যে শ্রমিকরা কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। এরপর ৫ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে।
তারপর আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে যে, নেহাৎই অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটল? তাছাড়া কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানোর সময় ভিতরে কেউ রয়েছে কি না, তা দেখা হল না কেন? এই দুর্ঘটনার দায় কার?
এই পরিস্থিতিতে সোমবার, বিকেলের দিকে নবান্ন থেকে মুখ্যসচিব মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য এবং মৃতদের পরিবারের একজন সদস্যের চাকরির ঘোষণা করলেন। উল্লেখ্য, খয়রাশোলের এই খনিটি পিডিসিএলের লিজ নেওয়া। যা রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা।
জানা যাচ্ছে, সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য একটি বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু ভিতরে যে শ্রমিকরা কাজ করছিলেন তখনও, তা কারও খেয়ালই ছিল না। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৫ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে। পরে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।