রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবারের দুর্গাপুজোও জেলে কাটাতে হচ্ছে তাঁকে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারও জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে পার্থর জামিনের আবেদনের শুনানি ছিল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ পার্থর জামিনের বিষয়ে রায় দেয়নি। আদালত জানিয়েছে, এই মামলার শুনানি শেষ হয়েছে। আপাতত রায়দান স্থগিত থাকবে। বুধবার ষষ্ঠীর দিন হাইকোর্টে পুজোর ছুটি শুরু হচ্ছে। পুরো অক্টোবর মাস আদালত বন্ধ থাকবে। ফলে এবারের দুর্গাপুজোও কারাগারের অন্তরালেই কাটাতে হবে পার্থকে। নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা হাইকোর্ট খুললে তখন পার্থর জামিনের আবেদনের বিষয়ে রায় দিতে পারেন বিচারপতিরা।
পুজোর পর জামিন পাবেন পার্থ?
২০২২ সালে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। বাংলায় এর আগে কোনও অভিযানে এত টাকা উদ্ধার করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। অর্পিতার ফ্ল্যাট থেকে বিদেশি মুদ্রা, সোনার গয়নাও উদ্ধার হয়। এরপর পার্থকে গ্রেফতার করা হয়। তারপর থেকে জেলেই আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বেশ কয়েকবার জামিনের আবেদন জানালেও, তা খারিজ হয়ে গিয়েছে। ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পার্থ। তাঁর আইনজীবীর দাবি, পার্থ আর প্রভাবশালী নন। তিনি কোনও পদে তিনি নেই। তাঁর পাশেও কেউ নেই। ফলে কেন্দ্রীয় সংস্থা যে প্রভাবশালী তত্ত্বের কথা বলছিল, তা আর প্রযোজ্য নয়। তবে এখনও এ বিষয়ে আদালত কোনও মত প্রকাশ করেনি।
টানা ৩ বছর পুজোয় জেলে পার্থ
২০২১ সাল পর্যন্ত দুর্গাপুজোর সময় নাকতলা উদয়ন সংঘে প্রধান উদ্যোক্তা হিসেবে থাকতেন পার্থ। কিন্তু গ্রেফতার হওয়ার পর থেকে তিনি আর পুজোর সময় জেলের বাইরে থাকতে পারছেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দুর্গাপুজোর জেলবন্দিদের ভুরিভোজ! পার্থ থেকে সন্দীপ ঘোষের পাতে পড়বে এই এই পদগুলি
পার্থ চট্টোপাধ্যায় সিবিআই-এর হাতে গ্রেফতার এবার প্রাথমিকে নিয়োগ মামলায়, জামিনের জল্পনা কি শেষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ! বেহালা থেকে মুছে ফেলা হল পার্থ চট্টোপাধ্যায়ের 'শেষ' স্মৃতি