নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিন চেয়ে একাধিকবার আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে।
জল্পনার অবসান। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে চার্দশিট পেশের অনুমোদন দিলেন রাজ্যপান সিভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সংস্থা।
সিবিআই -এর তরফে চার্জশিট পাঠানো গয়েছিল রাজ্যপালকে। তাতেই অনোমদন দেন রাজ্যপালষ শনিবার সেই চার্জশিট গ্রহণ করেছে আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় পার্থ সেন এবং কৌশিক মাঝির বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয় ২০২৪ সালের ১২ জানুয়ারি। পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় এবং অয়ন শীলের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয়। এদিন তৃতীয় সাপ্লিমেন্টরি চার্জশিট দেওয়া হয়েছে। তবে রাজ্যপালের অনুমোদন না পেলে আদালত চার্জশিট গ্রহণ করতে পারে না। এদিন সেই অনুমোদন মিলেছে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চার্জগঠন শুরু করতেই পারে আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিন চেয়ে একাধিকবার আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। ১ হাজারের বেশি চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ ও তাঁর সঙ্গীরা। চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে সিবিআই। পাশাপাশি প্রাথমিকে নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই অযোগ্যদের নেওয়ার প্রমাণও রয়েছে সিবিআই-এর হাতে। পার্থর বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট দাখিল করেছে সিবিআই। তাতে নাম রয়েছে অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্য়ায় নিয়োগ দুর্নীতির মূল চক্রী বলেও মনে করছে সিবিআই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।