সরস্বতী পুজোতেই রাজ্যপালের হাতেখড়ি, রাজভবনেই অনুষ্ঠানের আয়োজন হবে বলেও জানানো হয়েছে

২৬ জানুয়ারি থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলা ভাষার যাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে। এই উপলক্ষ্যে রাজভবনের ‘ইস্ট লন’-এ বিকেল ৫টা থেকে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

সরস্বতী পুজোতেই হতে চলেছে রাজ্যপালের হাতেখড়ি। ২৬ জানুয়ারি রাজভবনের ‘ইস্ট লন’-এ হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে রাজভবনের তরফে এ কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলা ভাষার প্রতি তাঁর অনুরাগের কথা বারবারই উল্লেখ করেছেন তিনি। এমনকি বাংলা ভাষায় বই লেখার ইচ্ছেওপ্রকাশ করেছেন রাজ্যপাল। ২৬ জানুয়ারি থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলা ভাষার যাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে। এই উপলক্ষ্যে রাজভবনের ‘ইস্ট লন’-এ বিকেল ৫টা থেকে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

বাংলার প্রতি বাংলা ভাষার প্রতি নিজের অনুরাগের কথা বারবারই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয় নিজেকে 'বাংলার দত্তক পুত্র' বলেও উল্লেখ করেছেন তিনি। বড়দিনেও বাংলায় বই লেখার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে এসে রাজ্যপাল বলেছিলেন,'এই বাংলা সোনার বাংলা। এখানে শিল্প সাহিত্য, সংস্কৃতির বিস্তর চর্চা হয়।' শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্প ও সেই গল্পের মুখ্য চরিত্র 'মিনি' কী ভাবে তাঁর মনে দাগ কেটেছে সে অনুভূতিও তিনি ব্যক্ত করেছেন। তিনি আরও বলেছিলেন, 'বাংলার এই সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আমি অনেক দিন ধরেই পরিচিত। আমাকে এই বাংলা বহু কাজে উদ্বুদ্ধ করেছে। '

Latest Videos

বাংলা ভাষার প্রতি শুধু নিজের নয় পাশাপাশি নিজের পরিবারের বাংলা ভাষার প্রতি অনুরাগের কথাও জানান রাজ্যপাল। তিনি বলেছেন। চেহারায় মালয়ালি হলেও তিনি মন থেকে বাঙালি। তাঁর বাবা সুভাষচন্দ্র বসুর ভক্ত ছিলেন বলেও জানিয়েছেন। তিনি আরও,'বাংলা আজ যা ভাবে গোটা দেশ সেটাই ভাবে। আগামী দিনে এই বাংলাই ভারতকে পথ দেখাবে।'

আরও পড়ুন - 

আশঙ্কা সত্যি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? যোশীমঠের মতই এলাকা জুড়ে ফাটল রানিগঞ্জে

বাংলার বিশিষ্ট শিল্পীদের আমন্ত্রণ জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কলকাতায় এসে তাঁর ঠাসা কর্মসূচি

যোশীমঠের মত ঘটনা ঘটতে পারে এরাজ্যেও, রানিগঞ্জে মৃত্যুর মুখে পতিত হতে পারেন ২০ হাজার মানুষ, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee