বছরের শেষেই টানা ১৫ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা! বছরের শেষে দারুণ উপহার দিল নবান্ন।
এবার ডিসেম্বরের শেষ থেকেই শুরু হবে ছুটির মেজাজ। একেবারে পুজোর মতো ছুটি পাবেন সরকারি কর্মীরা।
কিন্তু কেন দেওয়া হবে এই ছুটি? পুজোর পরে ফের কেন এত বড় ছুটি পেলেন সরকারি কর্মীরা?
তবে এই ছুটি পাচ্ছেন না সকল সরকারি কর্মীরা। কিছু বিশেষ কর্মীদের জন্য এই ছুটির ঘোষণা করা হয়েছে।
শুধুমাত্র জরুরি পরিষেবার কর্মরত কর্মীদের জন্যই এই বিশেষ ছুটি বরাদ্দ করেছে রাজ্য সরকার।
পুজোর ছুটির সময় ছুটি পান না জরুরি পরিষেবার কর্মীরা। এই ছুটি দেওয়া হয় পরে।
সব মিলিয়ে টানা ১০ দিনের পরিবর্তে ১৫ দিনের ছুটি দেবে রাজ্য সরকার। বছরের শেষে টানা ১৫ দিনের ছুটি পাবেন পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী এবং পৌরসভার কর্মীরা বলে জানা গিয়েছে।