কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা দিতে রাজি রাজ্য সরকার? অবশেষে সফল হল সরকারি কর্মীদের আন্দোলন। টাকা বাড়াতে রাজি হয়েছে কেন্দ্র।
সব মিলিয়ে ৩ শতাংশ ভাতা বেড়েছে রাজ্যে। অনেক দিন ধরেই খুশির আমেজ রাজ্য সরকাররি কর্মীদের মনে।
শুধু তাই নয়, ডিএ-র পাশাপাশি আরও একটা খুশির খবর দিয়েছে নবান্ন।
রাজ্যের তরফে বলা হয়েছে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে।
জানা যাচ্ছে মোট চারটি কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে সমস্ত বকেয়া ডিএ। এই কিস্তির টাকা ঢুকবে ডিসেম্বর থেকেই। বেতনের পাশাপাশি কিস্তি করে ঢুকবে এই বকেয়া টাকা।
সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার বাড়ল আরও ৩ শতাংশ টাকা। সব মিলিয়ে মোট ৫৩ শতাংশে দাঁড়াল ডিএ। ২০২৪-এর জুলাই থেকে কার্যকর হবে এই ভাতা।
অন্যদিকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ডিএ-র টাকা এরিয়ার হিসাবে মোট চারটি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।