সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর! বাড়ল অবসরকালীন ভাতা, পুজোর আগেই সুখবর দিল নবান্ন

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর! বাড়ল টার্মিনাল বেনেফিটের টাকা, পুজোর আগেই মিলবে মোটা টাকার মাইনে

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ খবর আনল রাজ্য সরকার। বোনাসের পাশাপাশি এবার বাড়ল টার্মিনালের টাকা। ৬০ বছর বয়স হওয়ার পর এককালীন টার্মিনাল বেনেফিট ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগে এই টাকার পরিমাণ ছিল ৩ লক্ষ। 

অর্থাৎ একধাক্কায় প্রায় ২ লক্ষ টাকা বেড়ে গেল। আগামী ১ এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে। নবান্নের তরফে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি।

Latest Videos

অন্যদিকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও ভিলেজ পুলিশের আওতায় পড়েন সিভিক ভলান্টিয়াররা। বেশ কয়েকদিন আগেই অ্যাড হক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল।

আগে ৫ হাজার ৩০০ টাকা বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিসরা। এবার দুর্গাপুজোর আগে সেই বোনাস বেড়ে হবে ৬ হাজার টাকা।

বেড়েছে অবসরকালীন ভাতাও। ২ লক্ষ টাকা বেড়ে গিয়ে অবসরকালীন ভাতা করা হয়েছে ৫ লক্ষ টাকা। গত সপ্তাহতেই গোটা রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের দুর্গাপুজোর বোনাসও বাড়ান হয়েছে। ৬০০০ টাকা করা হয়েছে বোনাস। এছাড়াও ৪০ শতাংশ বাড়ল অবসরকালীন ভাতা। সব মিলিয় পুজোর আগেই দুর্দান্ত খুশির খবর পেল সিভিক ভলান্টিয়াররা।

                       আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake