সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর! বাড়ল অবসরকালীন ভাতা, পুজোর আগেই সুখবর দিল নবান্ন

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর! বাড়ল টার্মিনাল বেনেফিটের টাকা, পুজোর আগেই মিলবে মোটা টাকার মাইনে

Anulekha Kar | Published : Aug 29, 2024 4:01 PM IST

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ খবর আনল রাজ্য সরকার। বোনাসের পাশাপাশি এবার বাড়ল টার্মিনালের টাকা। ৬০ বছর বয়স হওয়ার পর এককালীন টার্মিনাল বেনেফিট ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগে এই টাকার পরিমাণ ছিল ৩ লক্ষ। 

অর্থাৎ একধাক্কায় প্রায় ২ লক্ষ টাকা বেড়ে গেল। আগামী ১ এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে। নবান্নের তরফে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি।

Latest Videos

অন্যদিকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও ভিলেজ পুলিশের আওতায় পড়েন সিভিক ভলান্টিয়াররা। বেশ কয়েকদিন আগেই অ্যাড হক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল।

আগে ৫ হাজার ৩০০ টাকা বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিসরা। এবার দুর্গাপুজোর আগে সেই বোনাস বেড়ে হবে ৬ হাজার টাকা।

বেড়েছে অবসরকালীন ভাতাও। ২ লক্ষ টাকা বেড়ে গিয়ে অবসরকালীন ভাতা করা হয়েছে ৫ লক্ষ টাকা। গত সপ্তাহতেই গোটা রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের দুর্গাপুজোর বোনাসও বাড়ান হয়েছে। ৬০০০ টাকা করা হয়েছে বোনাস। এছাড়াও ৪০ শতাংশ বাড়ল অবসরকালীন ভাতা। সব মিলিয় পুজোর আগেই দুর্দান্ত খুশির খবর পেল সিভিক ভলান্টিয়াররা।

                       আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: কাঁথিতে মেগা জনসভা শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News
'রাজ্যের সর্বনাশ করে মমতা ফটো তুলতে বেড়িয়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর | Suvendu
‘পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’ ডিভিসির দিকে তোপ মুখ্যমন্ত্রীর | WB Flood
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |