Gullen Bari syndrome: এই রোগ যেন সাক্ষাত মৃত্যু! এই রোগ এড়াতে কী খাবেন কী খাবেন না

Published : Jan 30, 2025, 06:22 PM IST
nerve

সংক্ষিপ্ত

গুলেন বারি সিনড্রোম নামক বিরল স্নায়ুরোগের প্রকোপ বাড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। বিশেষজ্ঞরা করোনার মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

গুলেন বারি সিনড্রোম বিরল এই স্নায়ুরোগ যেন সাক্ষাত মৃত্যুদূত। এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গুলেন বারি সিনড্রোমে বাংলাতেও হানা দিয়ে প্রাণ কেড়েছে কয়েকজনের। বিশেষজ্ঞদের মতে এই রোগের হাত থেকে বাঁচতে কোভিডের মতোই হাত ধোওয়ার বা মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

করোনার মতোই প্রয়োজন ছাড়া জনবহুল এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেউ সঙ্গে অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে।তবে কোভিডের মতো এই রোগ ছোঁয়াচে নয়।রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফেও এই রোগে নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সুস্থ থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ-

বিশেষজ্ঞদের মতে, এই রোগ থেকে দূরে থাকতে এই খাবারগুলি বর্তমানে না খাওয়াই ভালো।

যেকোনও জায়গা থেকে জল পান করবেন না।

এই সময় পনীর, চিজ জাতীয় দুধজাত খাওয়াদাবার না খাওয়াই ভালো।

প্যাকেটজাত মাছ, মাংস জাতীয় খাবারদাবারও কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমনকী ভাতের পরিমানও কমাতে বলেছেন অনেকেই।

রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল ১০০ শতাংশ বাদ রাখতে হবে।

এই রোগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই। তাই সুস্থ থাকতে এই ধরনের বিভিন্ন সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন অনেকেই। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এই রোগ ছড়ায় না। তবুও সামান্য উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ