ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ, নানা অভিযোগ তুলে কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ

Published : Jan 30, 2025, 05:47 PM IST
sonarpur school

সংক্ষিপ্ত

দোতালায় ক্লাস করার সময় পড়ুয়াদের গায়ে বালি ঝরে পড়ত। ক্লাস ফ্যান ঠিকমতো ঘোরে না , হাওয়া পায় না বাচ্চারা । টয়লেটে কেউ গেলে অন্যদের দাঁড়িয়ে থাকতে হয়।নেই পর্যাপ্ত শিক্ষক, কোর্ডিনেটর নেই ।আমরা প্রিন্সিপ্যালের সঙ্গে যেভাবে হোক দেখা করতে চাই । 

কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়াদের অভিভাবকেরা। ফি বৃদ্ধি এবং স্কুলের পরিকাঠামো অত্যন্ত খারাপ বলেই অভিযোগ করেন তারা ।অভিভাবিকা নম্রতা চ্যাটার্জী জানালেন, স্কুলের পরিকাঠামো দূর্বল । দোতালায় ক্লাস করার সময় পড়ুয়াদের গায়ে বালি ঝরে পড়ত। ক্লাস ফ্যান ঠিকমতো ঘোরে না , হাওয়া পায় না বাচ্চারা । টয়লেটে কেউ গেলে অন্যদের দাঁড়িয়ে থাকতে হয়।নেই পর্যাপ্ত শিক্ষক, কোর্ডিনেটর নেই ।আমরা প্রিন্সিপ্যালের সঙ্গে যেভাবে হোক দেখা করতে চাই । তাকে জানাবো আমাদের সমস্যাগুলো ।

আরেক অভিভাবিকা শুভেচ্ছা রায় অভিযোগ করে বলেন, স্কুলের তরফে কেউ কথা শুনতে চান না। অ্যাকাউটেন্টকে জানালেও তিনিও কোন সদুত্তর দেন না । ফলে পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় আছি। বারবার আলোচনায় বসার দাবি জানানো হলেও তাদের দাবি মানা হয়নি।

এই স্কুলের অভিভাবিকা তৃষা দে জানালেন, তার বাচ্চা চার বছর ধরে পড়ছে এই স্কুলে।পড়ুয়াদের সমস্যা নিয়ে বহুবার জানিয়েছি, কিন্তু তারা আমাদের সমস্যাকে গুরুত্ব দেয় না । উপায় না পেয়ে আমরা সকলে বিক্ষোভে সামিল হয়েছি । আমাদের একটা দাবি, স্কুলের পরিকাঠামো দ্রুত ঠিক করা হোক । আমরা চাই স্কুলের বাচ্চারা যেন তাদের ঠিকমত পরিষেবা পায় । স্কুলের মান যাতে উন্নত হয় সেদিকে নজর দেওয়া হোক

নানা অভিযোগ সামনে রেখে সকাল থেকেই বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাদের দাবি, প্রতিমাসে ৪ হাজার টাকা করে দেওয়া হয়। সেই টাকা আরও বাড়ানোর সার্কুলার দেওয়া হয়েছে ২০শে জানুয়ারি। স্কুলের পরিকাঠামোর উন্নতি হলে তবেই তারা বাড়তি ফি দেবেন বলে জানালেন অভিভাবকেরা। পুলিশের সঙ্গে মধ্যস্ততায় এসে স্কুল কর্তৃপক্ষ আগামী ১লা ফেব্রুয়ারী মিটিং ডেকেছে। এইদিনই স্কুলের বেলেঘাটা শাখায় মিনি মেলা রয়েছে, ফলে সেই পরিস্থিতি সামলে কিভাবে এই আলোচনা সম্ভব তা নিয়ে চিন্তিত অভিভাবকরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল_ আসে সোনারপুর থানার পুলিশ।এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ