লক্ষ্য বিধানসভা ভোট! বাজেট অধিবেশনের প্রথম দিনই পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মমতা

Published : Jan 30, 2025, 06:09 PM IST
CM Mamata Banerjee

সংক্ষিপ্ত

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

পাখির চোখ আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর সেই কারণেই এখন থেকেই আঁটঘাট বেঁধে নামতে চাইছে রাজ্য সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় (Assembly) বাজেট অধিবেশন (Budget session) শুরু হচ্ছে। বাজেট পেশ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আগামী বছর রাজ্য বিধানসভা ভোট। তার আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) তৃতীয় মেয়াদের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেট শাসক দল তৃণমূল সরকারের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই সাধারণ মানুষের কাছেও প্রত্যাশার। আগামী বছর ভোটের জন্য রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে। যাইহোক এবার বাজেটে শাসকদলের বিধায়কদের ভূমিকা কেমন হবে তার ওপর জোর দিতেই রাজ্য মমতা বন্দ্যোপাধ্য়ায় বাজেটের আগেই পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। তেমনই মনে করছে তৃণমূল কংগ্রেসের (TMC) একাংশ।

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় তৃণমূলের সুপ্রিমো হওয়ার পাশাপাশি পরিষদীয় দলের প্রধানও। গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনের সময় পরিষদীয় দলকে নিয়ে তিনি বৈঠক করেছিলেন। সেটি অধিবেশনে মাধামাধি সময় ছিল। তবে এবার বাজেট অধিবেশনের প্রথমেই মমতার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

১০ ফেব্রুয়ারি বিধানসভায় নৌশার আলি কক্ষে হবে এই সভা। তৃণমূলের সব বিধায়ককে ওই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সূত্রের খবর বাজেট অধিবেশনে ঘোষিত প্রকল্পগুলি নিয়ে কীভাবে বিধানসভা নির্বাচনের আগে এগিয়ে যাওয়া যায় তাই ঠিক করার জন্য এই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি বাজটে অধিবেশনের শুরুতেই দলের বিধায়কদের আরও একবার শৃঙ্খলা নিয়ে সতর্ক করতে পরেন মমতা। কারণ বর্তমানে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা নিয়ে রীতিমত জোর দিচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid : বাবরি মসজিদ তৈরির আগেই কোটি কোটি টাকা! ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান গুনছেন ৩০ জন
Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের