এপ্রিল থেকে নয়া নিয়ম, রাস্তার ওপর বসতে গেলে লাগবে ভেন্ডিং সার্টিফিকেট

Published : Apr 02, 2025, 10:39 AM IST
This image of a street hawker using Paytm has gone viral

সংক্ষিপ্ত

কলকাতার রাস্তায় হকারদের উৎপাত কমাতে এপ্রিল থেকে কড়া পদক্ষেপ নিচ্ছে পুরসভা। ফুটপাতে হকারি বন্ধ করতে দেওয়া হবে ভেন্ডিং সার্টিফিকেট। প্রথম পর্যায়ে ৮ হাজার ৭২৭ জনকে এই সার্টিফিকেট দেওয়া হবে।

কলকাতার রাস্তায় হকারদের উৎপাতের কথা সকলের জানা। ফুটপাত দখল করে হকারদের বসার সমস্যা আজকের নয়। প্রায়শই তাদের ঘিরে নানান অশান্তির কথা সামনে আসে। এবার এই সমস্যা বন্ধ করতে কড়া হল প্রশাসন।

এপ্রিল মাসের প্রথম থেকেই ফের হকার অভিযান শুরু হবে কলকাতায়। তবে, এবার রাস্তায় বসে যাতে হকারি না করা হয় সে ব্যাপারে কড়া পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে পুরসভা। কারণ এবার থেকে আর কলকাতার ফুটপাতে বসে হকারি করা যাবে না। মূল রাস্তা থেকে উঠে যেতে হবে হকারদের।

তবে, শুধু যে অভিযান চালিয়ে হকারদের তুলে দেওয়া হবে এমন নয়। এবার থেকে তাদের দেওয়া হবে ভেন্ডিং সার্টিফিকেট। এপ্রিল থেকে দেওয়া হবে এই সার্টিফিকেট। আগের অভিযানে যে সমীক্ষা করা হয়েছিল তার ভিত্তিতেই এই সার্টিফিকেট ইস্যু করা হবে।

হকারদের জন্য পথচারী থেকে গাড়ি চালক সকলেই সমস্যায় পড়ে থাকেন। এই সমস্য়া থেকে মুক্তি দিতে চালু করা হচ্ছে এই নয়া নিয়ম। এই সার্টিফিকেট দেওয়া হবে ওয়ান উইন্ডো সিস্টেমে। এজন্য হকারদের আর অনেকগুলো জায়গায় ঘুরতে হবে না। সব মিলিয়ে প্রথম পর্যায়ে ১৪ হাজারের বেশি নাম নথিভুক্ত করা হয়েছিল। এবার প্রথম পর্যায়ে ৮ হাজার ৭২৭ জনকে এই সার্টিফিকেট দেওয়া হবে।

এই সার্টিফিকেট দেওয়ার পর পুরসভার ঠিক করে দেওয়া নিয়ম মানতে হবে। প্রাথমিকভাবে কলকাতা পুরসভা চাইছে রাস্তাগুলো হকার মুক্ত করতে। মূলত রাস্তার ওপর হকার বসার কারণে বহু মানুষের সমস্যা হচ্ছে। হকারদের জেরে সমস্যা ক্রমে বাড়ছে। সে কারণে এবার মূল রাস্তা থেকে হকারদের তুলে তাদের ফুটপাতে সরিয়ে দেওয়া হবে। এপ্রিল থেকে মূলত ধর্মতলার একাংশ, নিউ মার্কেট, চাঁদনি মার্কেট, বিধান মার্কেট সহ কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চলবে। যেখানে একেবারে রাস্তার ওপর হকার থাকে সেখানে চালানো হবে এই অভিযান।

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর