'ও মুসলিম নয়, মুসলমান হওয়ার অভিনয় করে ফিরহাদ'- বিস্ফোরক মন্তব্য অধীরের

Published : May 28, 2024, 08:37 AM IST
firhad

সংক্ষিপ্ত

তিনি বলেন, ‘কলকাতার যিনি মেয়র তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন। তার পর ভারতীয় মনে করেন, আর সব শেষের নিজেকে ভোটার মনে করেন। ওর কথা আর কী বলব!’

ধর্মের নামে ভোট চাইছেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই এই অভিযোগ তুলে ফিরহাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। আর এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। ষষ্ঠ দফার লোকসভা ভোটগ্রহণ শেষ হয়েছে, সপ্তম দফায় বাংলার মোট ৯টি আসনে ভোট রয়েছে। তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। আর রাজ্যে শাসকদলের অন্যতম সংখ্যালঘু মুখ হলেন ফিরহাদ। এই আবহে ভোটের ঠিক আগে ববিকে নিয়ে অধীরের দাবি বোমা ফাটানোর থেকে কোনো অংশে কম নয় বলেই মনে করা হচ্ছে।

কী বলেছেন অধীর

তিনি বলেন, ‘কলকাতার যিনি মেয়র তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন। তার পর ভারতীয় মনে করেন, আর সব শেষের নিজেকে ভোটার মনে করেন। ওর কথা আর কী বলব!’ এরপরই বিস্ফোরক অভিযোগ এনে অধীরবাবু বলেন, ‘কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুঠ হয়েছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, লুঠ হয়েছে লুঠ হয়েছে লুঠ হয়েছে’। মেয়রের ধর্মের নাম করেও তাকে তোপ দাগেন অধীর বলেন, ‘তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজের সকলেই জানেন।’

অধীর আরও বলেন, ‘মেয়র মুসলমানের অভিনয় করেন। ভোটের বাজারে দিদির দালালি করে বেড়ান। উনি যে মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভাল করে জানে। তা যদি করতেন তা হলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি প্রমোটারদের হাতে চলে যেত না। এভাবে লুঠ হত না এত্ত সম্পত্তি।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ