টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর।
বৃষ্টির বিরাম নেই। বেশ কিছুদিন ধরে চলছে বৃষ্টি। কখনও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর ও শহরতলী আবার কখনও আবার হচ্ছে মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। শেষ দুই থেকে তিন দিন বৃষ্টিপাত কিছুটা হলেও কম হয়েছিল। কিন্তু, ফের মধ্যরাত থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
25
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব বিহারের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা সাড়ে চার কিমি। এছাড়া, মৌসুমি অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনউ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
35
সূত্রের খবর, আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলোতে। বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি।
এদিকে উত্তরবঙ্গে বজায় থাকবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বাকি জেলাতেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা এড়ানো যাচ্ছে না।
55
এদিকে আজ মধ্য়রাত থেকে শহরে চলছে বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি।