বিকেলের পর বাড়বে বৃষ্টি? পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published : Aug 04, 2025, 03:48 PM IST

উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা।

PREV
15

বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই। সোমবারও পাঁচ জেলায় হবে অতি ভারী বৃষ্টি। তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত ২-৩ দিন আবহাওয়া থাকবে মনোরম।

25

সূত্রেরর খবর, ঘূর্ণাবর্ত এখন উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থিত। মৌসুমী অক্ষরেখা পিরোজপুর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাবহানপুর, লখনউ, গোরক্ষপুর, পাটনা, পূর্ণিমা, বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

35

আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি না হলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি আরও কমবে। বাড়বে গরম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি।

45

এদিকে উত্তরবঙ্গে বজায় থাকবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর।

55

বাকি জেলাতেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা এড়ানো যাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং-এ ধস নামতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories