বর্ষার বিদায় বেলায় ফের বৃষ্টির পূর্বাভাস, রবিতে ভাসবে কোন কোন জেলা? রইল আপডেট

Published : Oct 11, 2025, 10:03 PM IST

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং আগামী চারদিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

PREV
15

ক্যালেন্ডার বলছে বর্ষা বিদায় নেওয়ার সময় এসেছে। কিন্তু, এখনই বৃষ্টি অব্যাহত। রোজই চলছে বৃষ্টি। তবে, বর্ষা বিদায় নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। এবার আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।

25

আবহাওয়া দফতরের আপডেট অনুসারে, গুজরাট থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশের বেশিরভাগ অংশ এবং বিহারের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। তবে বঙ্গে এখনও চলছে বৃষ্টি।

35

আগামী ৩ থেকে ৪ দিনে সেই সকল রাজ্যের বাকি অংশ থেকে বিদায় নেয়নি বর্ষা। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় থেকেও বর্ষা বিদায় নেবে। অন্যদিকে, আগামী চারদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে।

45

সূত্রের খবর, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।

55

উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-এ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। অন্যদিকে মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Read more Photos on
click me!

Recommended Stories