বঙ্গে বেজছে বর্ষা বিদায়ের ঘণ্টা। কিন্তু শেষ বেলাতেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। শেষ বেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বঙ্গে বেজছে বর্ষা বিদায়ের ঘণ্টা। কিন্তু শেষ বেলাতেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। শেষ বেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার অর্থাৎ কালই রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা।
25
বৃষ্টির কারণ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, জোড়া ঘূর্ণাবর্তের খাঁড়া রয়েছে রাজ্যের মাথার ওপর। আর সেই জোড়া ঘূর্ণাবর্তের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পে থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের ৮টি জেলার জন্য। তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।
35
হেমন্তের প্রবেশ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার থেকেই হেমন্তের প্রবেশ রাজ্যে। আর সেই কারণে ভোরের দিকে শীত শীতচ ভাব থাকবে। দিনের বেলা গরম থাকলেও তেমন হাঁসফাঁস করা গরম থাকবে না। দিনে আর রাতের তাপমাত্রার পতন হবে লক্ষ্মণীয় ভাবে। পাহাড়ের আবহাওয়া থাকবে পুরোপুরি পরিষ্কার। ইতিমধ্যেই জলপাইগুড়িতে কুয়াশা পড়তে শুরু করেছে।
শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়াও, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। কাল রবিবার থেকে বৃষ্টির আর কোনও সতর্কতা নেই।
55
এখনই শীত নয়
হেমন্তের আগমণে শীতের প্রত্যাশা বাড়ছে. কিন্তু এখনই শীত আসছে না দক্ষিণবঙ্গে। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্থা আসতে পারে। আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল এই পূর্বাভাস দিয়েছে। তবে মৌসম ভবন এখনও সতর্কতা জারি করেনি আবহাওয়াবীদদের অনুমান নভেম্বরের শেষ থেকেই বাড়বে শীতের হাওয়া।