বাংলার ওপর মৌসুমী অক্ষরেখার অবস্থান, তার ওপর বাংলাদেশের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব, দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তর ভারতে প্রায় সিকিম থেকে বিহার ও পশ্চিমবঙ্গের ওপর দিকে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী ৪-৫ দিন অক্ষরেখার অবস্থান একই জায়গায় থাকবে।
27
তার ওপর রয়েছে বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব।
37
দুইয়ের জোড়া ফলায় বুধ ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
47
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
57
কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
67
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।