বাংলাদেশের ওপর সক্রিয় হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। তার জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও প্রচুর জলীয় বাষ্পের আধিক্য ঘটেছে।
সোমবার উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবারও ভারী বৃষ্টি জারি থাকতে পারে পার্বত্য বঙ্গে। তবে, সোমবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রার বদলের কোনও সম্ভাবনা নেই।
সোমবারের পর তুলনামূলকভাবে মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এলেও বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।