Sahely Sen | Published : Aug 15, 2023 6:58 AM / Updated: Aug 15 2023, 07:09 AM IST
স্বাধীনতা দিবসের দিনও বঙ্গে ঘূর্ণাবর্তের চোখরাঙানি অব্যাহত রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সপ্তাহ জুড়ে একটানা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। তার আগে বিক্ষিপ্ত বর্ষণ অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হতে পারে।