WB Rainfall Update: শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Published : Jun 25, 2025, 11:44 AM IST
Bihar weather

সংক্ষিপ্ত

WB Weather Forecast: রথের আগে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? ঝড়বৃষ্টি নিয়ে বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার কেমন থাকবে বাংলার আবহাওয়া। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

WB Weather Forecast: খাতায় কলমে আষাঢ় মাস হলেও সকাল থেকেই নীল আকাশে পেঁজা তুলোর মতোন মেঘ। বেশ রোদ ঝলমল আবহাওয়া। কিন্তু দুপুর গড়াতেই নামবে আঁধার। ফলে সকালের রোদ দেখে সারাদিন রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে তা একদমই ভাববেন না। কারণ, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কারণ, পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা যেটি উত্তর প্রদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত।

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার রথযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা। রবিবার এবং সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):- 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে অতিভারী বৃষ্টির সর্তকতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে । শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পড়ুয়া পিছু ৫ হাজার টাকা ফাইন, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে
'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর