সিঙ্গুরকাণ্ডে মুখ পুড়ল রাজ্যের, টাটাদের ক্ষতিপুরণ মামলা 'সুপ্রিম' নির্দেশে শুনবে কলকাতা হাইকোর্ট

Published : Aug 09, 2025, 09:16 AM IST

Singur case: সালিশি আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

PREV
15
টাটাদের ক্ষতিপুরণ মামলা

রীতিমত চাপে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ। গুণে গুণে রাজ্যেকে দিতে হতে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ। কারণ সিঙ্গুরকাণ্ডে টাটাকে ক্ষতিপূরণ মামলা এবার সুপ্রিম কোর্টের নির্দেশে এবার থেকে শুনবে কলকাতা হাইকোর্ট। শুক্রবার তেমনই জানিয়েছে শীর্ষ কোর্ট। আগামী ১২ অগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে উঠবে এই ক্ষতিপুরণ মামলা।

25
রাজ্যের আর্জি খারিজ

সালিশি আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই কারণে সিঙ্গুরকাণ্ডে ক্ষতিপূরণ মামলা এবার থেকে শুনবে হাইকোর্ট। যার কারণে সিঙ্গুরকাণ্ডে এবার থেকে রীতিমত চাপে রাজ্য সরকার।

35
টাটা গোষ্ঠীকে ৭৫৬ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ

সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে ৭৫৬ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল তিন সদস্যের একটি সালিশি কোর্ট। ২০২৩ সালের ৩০ অক্টোবর রাজ্যকে সেই ক্ষতিপূরণ দিতে বলেছিল সালিশি কোর্ট। সালিশি কোর্টের নির্দের প্রেক্ষিতে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি জারি করে টাটা গোষ্ঠী। সেখানে বলা হয়েছিল, '২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের সালিশি আদালতে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। সর্বসম্মত ভাবে ট্রাইব্যুনাল, টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে বলেছে। সেই সঙ্গে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে।'

45
সভাপতিকে নিয়ে অভিযোগ

কিন্তু তা দেয়নি রাজ্য সরকার। উল্টে কোর্টের দ্বারস্থ হয়েছিল। রাজ্যের বক্তব্য ছিল সালিশি আদালতের সভাপতি তথা প্রাক্তন বিচারপতি ভিএস সিরপুরকরেরর সঙ্গে টাটাদের ঘনিষ্ঠতা রয়েছে। টাটা গোষ্ঠীর একাধিক অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। তাই সালিশি কোর্টের রায় পক্ষপাত দুষ্ট। সেই কারণে কোর্টের রায় খারিজের আর্জি কলকাতা হাইকোর্টে জানায় রাজ্য। কিন্তু সেই রায় খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়।

55
সুপ্রিম কোর্টে রাজ্য

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ হাই কোর্টের নির্দেশ বহাল রাখে। রাজ্যের দায়ের করা মামলা খারিজ করে দেয়। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি হাই কোর্টে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories