সেই রবীন্দ্রনাথ…যিনি আমাদের মননে, চিন্তনে, যাপনে, জীবনচর্যায়। সেই রবীন্দ্রনাথ যিনি আজও বাঙালির সাহিত্য অভিভাবক। গ্রাম্য জীবনকে খুব কাছ থেকে দেখেছিলেন গুরুদেব। গ্রামের মাটির কাছাকাছি থাকা মানুষগুলো বড় নিজের ছিল তাঁর। তাই তাঁদের আনন্দে হাসতেন তিনি, তাঁদের দুঃখে কাঁদতেন।