প্রত্যেক কেন্দ্রে মেটাল ডিটেক্টর আর সিসি ক্যামেরা , উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় পদক্ষেপ

Published : Feb 27, 2025, 03:07 PM IST
rajasthan reet 2024 exam day rules

সংক্ষিপ্ত

শিক্ষা সংসদ জানিয়েছে, অ্যাডমিট কার্ডে থাকছে পরীক্ষাকেন্দ্রের নাম। কোথায় সিট পড়বে তাও লেখা থাকবে।

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে প্রতিটি পরীক্ষার্থীকে সতর্ক করছে। মন দিয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। পরীক্ষা চলবে বেলা ১টা ১৫মিনিট পর্যন্ত। তবে মিউজিক সহ অন্যান্য ভোকেশনাল বিষয়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিকে রেগুলার সিস্টেমের এটাই শেষ পরীক্ষা।

শিক্ষা সংসদ জানিয়েছে, অ্যাডমিট কার্ডে থাকছে পরীক্ষাকেন্দ্রের নাম। কোথায় সিট পড়বে তাও লেখা থাকবে। আগে অবশ্য পরীক্ষা কেন্দ্রের নাম থাকত না।

প্রশ্নপত্র নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে শিক্ষা সংসদ। সমস্ত রিজিয়নে চলে গিয়েছে প্রশ্নপত্র। উত্তরবঙ্গ রিজিওনাল অফিস-সহ সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছে। পুলিশ স্টেশন বা ট্রেজারিতে রয়েছে। পরীক্ষাকেন্দ্র অনুসারে , তারিখ অনুযায়ী প্যাকিং করা হবে। প্রত্যেকটা পরীক্ষাকেন্দ্রের জন্য আলাদা আলাদা প্যাকেট রয়েছে। প্রশ্নপত্র এবার ভেনু সুপারভাইজারের ঘরে খোলা হবে না। এবার ছোট প্যাকেটে থাকবে প্রশ্নপত্র। ফলে যে ঘরে যতগুলি প্রয়োজন সেই অনুসারে প্যাকেট দেওয়া হবে। প্রশ্নপত্র খোলা হবে ৯টা ৫৫ মিনিটে। পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন হয়ে থাকে। প্রশ্নপত্র ডিজিটাল সিরিয়াল নম্বরে থাকবে। সিরিয়াল নম্বরটি উত্তরপত্রে লিখতে হবে। এতে প্রশ্নপত্রের ছবি তুলে তা ফাঁস করলে বিশেষ ব্যবস্থা নিতে পারবে কাউন্সিল।

মেটাল ডিটেক্টর

সমস্ত পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। মোবাইল নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। সময়মত মেটাল ডিটেক্টর প্রত্যেক কেন্দ্রে পৌঁছে যাবে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রেই ২টি সিসি ক্যামেরা থাকছে।

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ৫ লক্ষ ৯ হাজার। গত বছরের তুলনায় অনেকটাই কম। এবার ছাত্রের সংখ্যা ৪৫.৩২ শতাংশ, ছাত্রীর সংখ্যা ৫৪.৬৮ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।

 

PREV
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের