বদলে গিয়েছে উচ্চমাধ্যমিক! প্রকাশ পেল সেমিস্টারের রুটিন, কবে থেকে নেওয়া হবে পরীক্ষা? জেনে নিন
নতুন নিয়মে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমি পরীক্ষা। শুধু পরীক্ষার ধরনই না বদলে যাবে সিলেবাসও। ১১ ও ১২ ক্লাসের পড়াশুনোয় বড় বদল আসতে চলেছে।
যারা এই বছর মাধ্যমিক দিল তারাই এই নতুন পরীক্ষার আওতায় আসবে। ২০২৬ সাল থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। সেমিস্টারের মাধ্যমে সম্পন্ন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই সেমিস্টারের রুটিন। গত বুধবার শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেনীর প্রথম সেমিস্টারের রুটিন। আগামী সেপ্টেম্বর মাসে একাদশ শ্রেনীর প্রথম সেমিস্টার নেওয়া হবে। দুর্গাপুজোর আগে শুরু হবে পরীক্ষা। ১৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।
এ ছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে হবে প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। ভিজ্যুয়াল আর্টস, মিউজিক, ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা ৪৫ মিনিটের হবে। বাকি বিষয়ের পরীক্ষা চলবে ১ ঘণ্টা ১৫ মিনিট।
পরের বছর ৩রা মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে একাদশ শ্রেনীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। দুপুর ৩ টে থেকে বিকেল ৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।