মেসি উন্মাদনায় ভুগছেন ফুটবলপ্রেমিরা, বিশ্বকাপজয়ী তারকার জন্য বিশেষ মিষ্টি উপহার ফেলু মোদকের

Published : Dec 13, 2025, 10:37 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

LM10 News: অবশেষে শহরে পা রেখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবল তারকাকে একবার চোখের দেখা দেখতে উন্মাদনায় ফুটছে ফুটবলপ্রেমীরা। বিশদে  জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

LM10 News: অবশেষে দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান। শহরে এলএম-১০। মেসি প্রেমে ফুটছে ফুটবলপ্রেমিরা। আর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বিশেষ উপহার ফেলু মোদকের। মেসির জন্য বিশেষ চমক রিসড়ার ফেলু মোদকে। বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আজ গভীর রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন। সেখান থেকে সরাসরি হোটেল হায়াতে পৌঁছনোর কথা তাঁর। আর সেই হোটেলেই পৌঁছে যাবে এক অনন্য উপহার—রিসড়ার বিখ্যাত ফেলু মোদকের তৈরি বিশেষ নলেন গুড়ের সন্দেশ।

মেসির জন্য বিশেষ মিষ্টি উপহার:-

ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, মেসির জন্য তৈরি হয়েছে প্রায় সাড়ে চার কেজি ওজনের এক মহাসন্দেশ। নলেন গুড়ের পাশাপাশি এতে থাকবে উৎকৃষ্ট মানের ছানা, পেস্তা, কেশরসহ নানা উপাদান। পুরো মিষ্টিটি তৈরি হচ্ছে মেসির মূর্তির আকৃতিতে, আর্জেন্টিনার বিখ্যাত নীল–সাদা জার্সি গায়ে। জার্সির নীল রং করা হচ্ছে সম্পূর্ণ ভেষজ উপায়ে—অপরাজিতা ফুলের রং দিয়ে। অতীতে বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তির জন্য মিষ্টি পাঠিয়েছে ফেলু মোদক। তবে মেসির আগমনকে ঘিরে উন্মাদনা অন্যবারের তুলনায় অনেক বেশি—স্বীকার করলেন অমিতাভ দে।

 

 

এদিকে, কলকাতায় পা রাখলেন ফুটবলের ম্যাজিশিয়ান। শহরে এলেন ‘এলএম১০’ (messi in kolkata)। শুক্রবার রাত ২.৩০ মিনিটে, কলকাতায় পা রাখেন তিনি। শেষবার এসেছিলেন ২০১১ সালে। এরপর প্রায় ১৪ বছর পর, ভারতে এলে লিওনেল মেসি (messi india tour)। আর বিমানবন্দর থেকে মেসি বেরোতেই উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। স্লোগান এবং গানে তখন মুখরিত গোটা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ভারত এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফুটবল ফ্যানরা।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রিয় ভাইপোর মৃত্যুতে কেঁদে ভাসালেন শরদ পাওয়ার, বললেন বড় কথা | Sharad Pawar on Ajit pawar
Md Salim Humayun Kabir: বিধানসভা ভোটের পরিকল্পনা! নিউটাউনের হোটেলে সেলিম-হুমায়ুন একান্ত বৈঠক, নতুন জোটে সিপিএম?