মাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েকে ধর্ষণ! মালদহের মানিকচকে ধৃত এক সিভিক ভলান্টিয়ার

নির্যাতিতার পরিবারের অভিযোগ, সেই সময় ওই সিভিক তরুণীর মাকে নদী থেকে জল আনার কথা বলেন।

এবার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সেই সিভিক মালদহের মানিকচক থানায় নিযুক্ত বলে জানা গেছে।

নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে শুক্রবার আদালতে হাজির করানো হয়। জানা গেছে, মানিকচক থানার অধীনে একটি প্রত্যন্ত গ্রামে থাকেন নির্যাতিতা। তাঁর বিয়ে হয়েছে মুর্শিদাবাদে। গত এক মাস ধরে তিনি বাবার বাড়িতে রয়েছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর পেটে ব্যথা শুরু হয়। সেই সময় তাঁর মা ওই গ্রামেরই বাসিন্দা এক যুবককে সাহায্যের জন্য ডেকে পাঠান। ওই যুবক পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার।

Latest Videos

নির্যাতিতার পরিবারের অভিযোগ, সেই সময় ওই সিভিক তরুণীর মাকে নদী থেকে জল আনার কথা বলেন। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে তাঁকে ওই সিভিক ধর্ষণ করেন বলে অভিযোগ।

নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানা গেছে, ওই ঘটনার পরে জ্ঞান হারিয়ে ফেলেন ঐ নির্যাতিতা। তাঁর জ্ঞান ফিরতেই পুরো বিষয়টি নিজের মাকে জানান তিনি। আর এই বিষয়টি জানার পর, শুক্রবার সকালে মানিকচক থানায় ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

এই প্রসঙ্গে নির্যাতিতার মা জানিয়েছেন, “মেয়ের পেটে ব্যথা হওয়ার ফলে ওই সিভিক ভলান্টিয়ারকে ডাকি। আমাকে জল আনতে বলে ধর্ষণ করেছে সে। সিভিক এলাকা রক্ষার দায়িত্ব থাকে। কিন্তু এখানে ভক্ষকের ভূমিকা নিয়েছে। আমি অভিযুক্তের কঠোরতম শাস্তি চাই।”

এদিকে এই অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ নেয় মানিকচক থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। তাঁকে গ্রেফতার করে শুক্রবার হাজির করানো হয়েছে মালদহ জেলা আদালতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News